Consistency Trading System- Fx Rafiq কতৃক ডেভোলপকৃত একটি ম্যানুয়াল প্রফিটেবল ফরেক্স ট্রেডিং সিস্টেম। যা মার্কেটের স্ট্রাকচারের উপর ভিত্তি করে ডেভোলপ করা। যেকোন মার্কেট কন্ডিশনে এটি কাজ করতে সক্ষম। মার্কেটের টপ প্রাইস থেকে সেল ও বটম প্রাইস থেকে বাই এই সিস্টমের মূল সূত্র। Buy ট্রেড এর সময় হলে ব্লু চিহ্ন দিয়ে Buy সিগন্যাল দেয় ও Sell ট্রেডের সময় হলে সাদা সিগনাল দেয়। এছাড়াও টিপি ও এসএল দেওয়ার জন্য নির্ধারিত নিয়ম আছে। নিচের ছবিটি দেখুন:
এই সিস্টেমে ট্রেড করা খুবই সহজ, কম্পিউটারে মোটামুটি অক্ষরজ্ঞান থাকলে এ সিস্টেমে ট্রেড করা যাবে। Consistency Fx Trading System এর ফিচারসমূহঃ ১. এটি একটি ম্যানুয়াল ফরেক্স ট্রেডিং সিস্টেম যা MT4 এ কাজ করে। নিচের দুটি ইন্ডিকেটরের সমন্বয়ে এটি কাজ করে।
২. কোন ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের দরকার পড়ে না। অর্থাৎ আমরা যে গতানুগতিক নিজউ দেখার জন্য Forex Factory বা অন্য সাইটে ভিজিট করি সেটির দরকার নেই। ৩. কোন ট্রেড আসলে ট্রেডিং সিস্টেম থেকে কম্পিউটারে ও মোবাইলে অডিও নোটিফিকেশন আসে। তাই সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকার প্রয়োজন পড়ে না। ৪. ট্রেড ক্লোজ ও পেন্ডিং অর্ডার চালু হলে কম্পিউটার ও মোবাইলে নোটিফিকেশন আসবে। ৫. সারাদিনে ১ ঘন্টার মত সময় লাগে, সেটা শুধুমাত্র যখন ট্রেডিং সিগন্যাল আসবে সেসময়। তাই ট্রেডিং এর পাশাপাশি বাকি সব কাজ চালিয়ে নেওয়া যায়। ৬. চার্টের মধ্যে Buy ও Sell arrow signal আসে, যেটি কোথায় Buy করতে হবে আর কোথায় Sell করতে হবে সেটি নির্দেশ করে। ৭. কোথায় টিপি দিতে হবে আর কোথায় এসএল দিতে হবে সে বিষয়ে সুষ্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ৮. এই সিস্টেমে সাইকোলজির কোন সমস্যা নেই। ৮. প্রপার মানি ম্যানেজমেন্ট এই সিস্টেমে ফলো করা হয় ৯. সর্বোচ্চ প্রফিট ও সর্বনিন্ম লস নেওয়ার টেকনিক এটাতে অ্যাপ্লাই করা হয়েছে। ১০. কোন ফান্ডামেন্টাল নিউজের ইফেক্ট নেই। ১১. সপ্তাহে ৫ দিন ট্রেডিংয়ের সুযোগ। ১২. Myfxbook এর বিগত প্রায় দেড় বছরের ট্রেডিং রেজাল্ট অনুসারে গড়ে মাসিক ১৩% গেইনের রেকর্ড। ১৩. এই সিস্টেম পুরোপুরি শিখতে ২ সপ্তাহের কম সময় লাগে। ১৪. রেগুলার প্রফিটেবল সিস্টেম। পারফরম্যান্স চেক করতে নিচের myfxbook পোর্টফলিও লিংক দেখুন।
উপরের অ্যাকাউন্টগুলোতে ২০২৩ সাল থেকে নিয়মিত সফল ট্রেড হয়ে আসছে। যে পারফরম্যান্স দেখছেন এই সিস্টেমে ট্রেড করলে এরকম রেজাল্ট আপনিও পাবেন ।
এটি একটিপেইডসিস্টেম।যাপ্রতিমাসেইনকামজেনারেটকরে আসছে। এটি শিখতে আপনাকে "Fx0 to profitable" কোর্সে অংশ নিতে হবে।
কোর্স মডিউল
Course Name: "0 to profitable Fx course"
Course Duration: One Month + Bonus Class (if needed)
Syllabus: From 0 to Profitable Trader (Main Topic: Use of
Consistency Trading System)
Home Work: Market Backtest & System Coverage
Medium: Online Zoom Meeting
Traning Type 1 : 1
Requirment: Laptop/Desktop
Mentor: Fx Rafiq, Founder Consistency Trading System
কোর্স ফি
"Fx 0 to profitable" কোর্সের ফি 1000$ [যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে 300$ দিয়ে শুরু করে ধাপে ধাপে পে করার সুযোগ রয়েছে]
পাশাপাশি অনলাইন লাইভ ক্লাসে anydesk এর মাধ্যমে স্টুডেন্টের ল্যাপটপ/কম্পিউটারে সেটআপ করে দেওয়া হয়। এতে একজন স্টুডেন্ট মেন্টরের সাহায্য ছাড়া নিজের কম্পিউটার থেকে ট্রেড করতে পারে।
এই সিস্টেমের মানি ম্যানেজমেন্ট, এন্ট্রি পজিশন, টিপি, এসএল, লস ট্রেড ম্যানেজমেন্ট, পেন্ডিং অর্ডার ম্যানেজমেন্ট, ব্রোকার সিলেকশন, ডিপোজিট, উইথড্র ছাড়াও অন্যান্য ট্রেডিং করার সকল বিষয় লাইভ ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়।
এই সিস্টেমে ট্রেডারকে প্রপার মানি ম্যানেজমেন্ট ও সঠিক স্ট্রাটেজির মাধ্যমে প্রফিটেবল করে গড়ে তোলা হয়। ফলে শুরু থেকেই ইনকাম করা সম্ভব হয়। সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন: ১. এই সিস্টেম কি সব সময় প্রফিটেবল? উত্তর: জি হ্যাঁ, বিস্তারিত জানতে আমার নিজের ১ বছর+ MYFXBOOK ট্রেডিং হিস্টোরি দেখুন। ২. এই সিস্টেমে ট্রেড করতে আমার নিজের অ্যাকাউন্টে কত থাকতে হবে? উত্তর: 1000$ বা 500$ ৩. আপনি কত বছর ধরে ট্রেডিং করছেন? উত্তর: আমি ২০১৮ সাল থেকে ট্রেডিংয়ের সাথে যুক্ত। ৪. এটি কি রোবট/AI/Expert Advisor? উত্তর: না, এটি ম্যানুয়াল ট্রেডিং সিস্টেম। ৫. আমাকে কি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হবে? উত্তর: না, ট্রেডিংয়ের সময় আসলে কম্পিউটার অ্যালার্ম দিবে। ৬. এই সিস্টেম কি আমি অন্যদের দিতে পারবো? উত্তর: না, এটি শুধুমাত্র আপনার নিজের অ্যাকাউন্টে চলবে। ৭. এটি কি প্রপ ফান্ডে কাজ করবে? উত্তর: না ৮. এটি কি গোল্ড পেয়ারে কাজ করে? উত্তর: জি, গোল্ডে কাজ করবে, তবে সবচেয়ে ভাল কাজ করবে কারেন্সি পেয়ারে। ৯. এটির ম্যাক্সিমাম ড্রডাউন কত? উত্তর: ২৩%। এভারেজ ১০-২০%। ১০. এই সিস্টেমে মাসিক এভারেজ কত % গেইন করা সম্বব? উত্তর: ১৩% ১১. মাসিক এভারেজ কত ডলার প্রফিট করা যাবে? উত্তর: যদি আপনার 5000$ এর অ্যাকাউন্ট হয়- তবে মাসে 650$ এভারেজ প্রফিট করার সম্ভবনা আছে। এভাবে যত ইনভেস্ট বেশি হবে তত প্রফিটের অনুপাত বেড়ে যাবে ।
💙Consistency Trading সিস্টেমে ফ্রি ট্রেড করার সুযোগ💚
আমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট আছেন, নতুন শিখছেন, বা অনেকের বেশি ইনভেস্ট করার সক্ষমতা নেই অথবা যে সকল ট্রেডারগণ বিভিন্ন কারণে Consistency Trading system নিতে পারছেন না, সে সকল ট্রেডারের জন্য শুধুমাত্র AUDUSD পেয়ারে ট্রেড করার সুযোগ থাকছে। যেকোন ব্রোকারে Account Open করে নিচের চার্ট ফলো করে আপনাদের নিজের অ্যাকাউন্টে এন্ট্রিগুলো ওপেন/ক্লোজ করতে পারবেন এবং SL/TP সেট করতে পারবেন। এই সিস্টেমে প্রতিদিন SL/TP চেঞ্জ হয়, সেজন্য আপনাকে প্রতিদিন SL/TP আপডেট করে নিতে হবে। পাশাপাশি মাঝে মাঝে ওয়েব সাইটে এসে নতুন ট্রেড ওপেন হলো কিনা তা দেখতে হবে।
মানি ম্যানেজমেন্ট ও নিদের্শনা: 150$ অ্যাকাউন্টে 0.01 লট সাইজ, 300$ অ্যাকাউন্টে 0.02 লট এভাবে বাড়তে থাকবে। এই মানি ম্যানেজমেন্ট এর বাইরে ট্রেড ওপেন করবেন না, রিস্ক বেড়ে যাবে।
এখানে শুধুমাত্র একটি পেয়ার উন্মুক্ত করা হলো সবগুলো পেয়ারে ট্রেড করতে পেইড সিস্টেম নিতে পারেন অথবা কপি ট্রেডিংয়ে যুক্ত হতে পারেন ।