তথ্য ও যােগাযােগ প্রযুক্তি -গোবিন্দ চন্দ্র রায়
কি আছে বইটিতে-
১ম অধ্যায়: তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত (১০ পিরিয়ড) বিশ্বগ্রামের ধারণা: যােগাযােগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা-বাণিজ্য, সংবাদ, বিনােদন ও সামাজিক যােগাযােগ, সাংস্কৃতিক বিনিময়। ভার্চুয়াল রিয়েলিটি: প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, রােবটিকস, ক্রায়ােসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়ােমেট্রিক্স, বায়ােইনফরম্যাট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানাে টেকনােলজি,তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা,সমাজজীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রভাব, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন।
পিডিএফ লিংক পোস্টের শেষে দেখুন
২য় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং (১৫ পিরিয়ড) কমিউনিকেশন সিস্টেম: কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ড উইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মােড। ডেটা কমিউনিকেশন মাধ্যম: তার মাধ্যম :কো-এক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার। তারবিহীন মাধ্যম: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম: ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়ােজনীয়তা, ব্লু-টুথ, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স । মােবাইল যােগাযােগ: বিভিন্ন প্রজন্মের মােবাইল। কম্পিউটার নেটওয়ার্কিং: নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্ক | ডিভাইস: মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, NIC । নেটওয়ার্কের কাজ, নেটওয়ার্ক টপােলজি, ক্লাউড কম্পিউটিং
এর ধারণা, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা।
তয় অধ্যায়: সংখ্যা পদ্ধতি ও ডািজটাল ডিভাইস (হট পিিরয়ড) সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি: প্রকারভেদ, রূপান্তর । বাইনারি যােগ বিয়ােগ, চিহ্নযুক্ত সংখ্যা, ২ এর
পরিপূরক, কোড: কোডের ধারণা, BCD, EBCDIC,Alphanumeric code, ASCII,Unicode । বুলিয়ান | অ্যালজেবরা ও ডিজিটাল ডিভাইস: বুলিয়ান অ্যালজেবরা, বুলিয়ান উপপাদ্য, ডি-মরগানের উপপাদ্য, সত্যক সারণি,
মৌলিক গেইট(AND,OR,NOT), সার্বজনীন গেইট, বিশেষ গেইট(X-OR,X-NOR) এনকোডার,ডিকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার ।
৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML (২৫ পিরিয়ড) | ওয়েব ডিজাইনের ধারণা: ওয়েব সাইটের কাঠামাে, HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা, HTML ট্যাগ ও সিনটেক্স পরিচিতি, HTML নকশা ও কাঠামাে লে-আউট, ফরম্যাটিং, হাইপারলিক, চিত্র যােগ করা (ব্যানারসহ), টেবিল, ওয়েব পেইজ ডিজাইনিং, ওয়েব সাইট পাবলিশিং।
৫ম অধ্যায়: প্রােগ্রামিং ভাষা (৩৫ পিরিয়ড) প্রােগ্রামের ধারণা, প্রােগ্রামের ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যমস্তরের ভাষা, উচ্চস্তরের ভাষা- সি, সি++, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, ফোরট্রান, পাইথন। চতুর্থ প্রজন্মের ভাষা ,অনুবাদক প্রােগ্রাম: কম্পাইলার, অ্যাসেম্বলার,ইন্টারপ্রেটার, প্রােগ্রামের সংগঠন, প্রােগ্রাম তৈরির ধাপসমূহ: অ্যালগরিদম, ফ্লো-চার্ট, প্রােগ্রাম ডিজাইন মডেল। ‘সি’ প্রােগ্রামিং ভাষা: প্রাথমিক ধারণা, বৈশিষ্ট্য, প্রােগ্রাম কম্পাইলিং, প্রােগ্রামের গঠন, ডেটা টাইপ: ধ্রুবক, চলক, রাশিমালা, কী ওয়ার্ড, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কনডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন ।
৬ষ্ঠ অধ্যায়: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (৩৫ পিরিয়ড) ডেটাবেজ ম্যানেজমেন্ট, DBMS এর কাজ, RDBMS, RDBMS এর বৈশিষ্ট্য, RDBMS এর ব্যবহার, ডেটাবেজ তৈরি: কুয়েরি, সর্টিং, ইনডেক্সিং, ডেটাবেজ রিলেশন, কর্পোরেট ডেটাবেজ, সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ,