বিসিএস লিখিত সিলেবাস । বিসিএস পরীক্ষার্থীদের জন্য সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ। কি পড়তে হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বাদ দিতে হবে। যদিও বলা হয়ে থাকে বিসিএসিএর কোন সিলেবাস নেই। আকাশ থেকে ভূমি পর্যন্ত বিসিএসের সিলেবাস। মূলকথা সিলেবাস থেকে কোন টপিকস বাদ দেয়া যাবে না। সিলেবাস এ যা আছে সব পড়তে হবে। বিসিএস প্রত্যাশী ভাই-বোনদের জন্য অনেক অনেক শুভকামনা।
পিডিএফ লিংক পোস্টের শেষে দেখুন।
Download