ব্যাংকিং সম্পর্কে গুরুত্বপূর্ণ সব টার্ম ALL IMPORTANT TERM ABOUT BANKING

0

ব্যাংকিং সম্পর্কে গুরুত্বপূর্ণ সব টার্ম ALL IMPORTANT TERM ABOUT BANKING


 Banking & Financial Institutes

 ব্যাংকিং সম্পর্কে এমন কিছু টার্ম আছে যেগুলো ইন্টারভিউতে প্রায়ই জিজ্ঞাসা করে। এসকল টার্মগুলো শুধুমাত্র যে ইন্টারভিউতে ধরে তা কিন্ত নয় বরং এমসিকিউ হিসাবে পরীক্ষায়ও আসতে পারে। বিষয়গুলো সম্পর্কে আমি নিজেও অবহিত ছিলাম না। ঘাটাঘাটি করতে করতে মনে হলো বিষয়গুলো জানা প্রয়োজন। ইন্টারনেট সার্চ করে ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক জায়গায় করার চেষ্টা করছি।

 

Accrued interest:

( এ বিষয়টি হলো- কিস্তি পরিশোধের শেষ দিন হতে পরবর্তী যে দিনে কিস্তি পরিশোধ হয় সেই পর্যন্ত যে হারে সুদ দিতে হয় বিলম্বের জন্য )

ইংরেজিতে :  Accrued interest rate is a rate  one have to pay when his Interest due from issue date or from the last coupon payment date to the settlement date. Accrued interest on bonds must be added to their purchase price.

 

 

Arbitrage:

এক বাজার হতে কম মুল্যে পণ্য কেনার পর অন্য বাজারে সেই পন্য উচ্চ দামে বিক্রয় করা

ইংরেজিতে : Buying a financial instrument in one market in order to sell the same instrument at a higher price in another market.

 

 

AER: Annual earnings rate on an investment.

Amortization: 

মাসিক কিস্তির মাধ্যমে সুদ ও আসলের একটি অংশ পরিশোধের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সহ আসল পরিশোধ (আমার মাথায় ঢুকেনা এটা)

The process of reducing debt through regular installment payments of principal and interest that will result in the payoff of a loan at its maturity.

 

Annual Percentage Rate (APR): 

The cost of credit on a yearly basis, expressed as a percentage.

 

 

Annual Percentage Yield (APY): 

শতকরা হার যেটি মূলত জমাকৃত অর্থের উপর সুদের হার নির্দেশ করে সেক্ষেত্রে দিন সংখ্যা ৩৬৫

ইংরেজিতে-A percentage rate reflecting the total amount of interest paid on a deposit account based on the interest rate and the frequency of compounding for a 365-day year

 

Annuity : 

A life insurance product which pays income over the course of a set period. Deferred annuities allow assets to grow before the income is received and immediate annuities (usually taken from a year after purchase) allow payments to start from about a year after purchase.

এইটার সঠিক অনুবাদ আমি পারিনি। আপনি পারলে কমেন্টে উল্লেখ করতে পারেন।

 

Appraisal: কোন ব্যাক্তি , বস্তু, সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণ করা

ইংরেজিতে : The act of evaluating and setting the value of a specific piece of personal or real property.

ATM: হা হা হা। এইটা নিয়ে ঘটনা ঘটিয়া গিয়েছিল। প্রথম টাকা তুলতে গিয়ে বাটন খুজে পাচ্ছিলাম না। পরে অবশ্য শিখে গিয়েছি।

ATMs are Automatic Teller Machines or Automated Teller Machine, which do the job of a teller in a bank through Computer Network. ATMs are located on the branch premises or off branch premises. ATMs are useful to dispense cash, receive cash, accept cheques, give balances in the accounts and also give mini-statements to the customers.

Automated Clearing House (ACH): এইটা কি আমি নিজেও জানিনা।

A computerized facility used by member depository institutions to electronically combine, sort, and distribute inter-bank credits and debits. ACHs process electronic transfers of government securities and provided customer services, such as direct deposit of customers' salaries and government benefit payments (i.e., social security, welfare, and veterans' entitlements), and preauthorized transfers.

 

Available Credit: 

কার্ডধারী ব্যাক্তির নির্ধারিত ক্রেডিট সীমা ও বর্তমান ক্রেডিটের মধ্যে পার্থক্য । যেমনঃ ধরা যাক, একজন ব্যাক্তির  কাছে ক্রেডিট কার্ড দিয়ে ১০০০ টাকা তোলা যায় , তার ক্রেডিট কার্ডে ২৫০ টাকা আছে তাহলে Available Credit হল (১০০০-২৫০)টাকা = ৭৫০ টাকা

এই টার্মটা ইংরেজিতে বললে এরকম দাড়ায়- The difference between the credit limit assigned to a cardholder account and the present balance of the account.


Banker's Lien: 

Bankers lien is a special right of lien exercised by the bankers, who can retain goods bailed to them as a security for general balance of account. Bankers can have this right in the absence of a contract to the contrary.

Brick & Mortar Banking: 

Brick and Mortar Banking refers to traditional system of banking done only in a fixed branch premises made of brick and mortar. Now there are banking channels like ATM, Internet Banking, tele banking etc.

 

Bouncing of a cheque: 

পর্যাপ্ত পরিমান অর্থ না থাকার ফলে চেক ফেরত যাওয়া

Where an account does not have sufficient balance to honour the cheque issued by the customer, the  Available Credit equal is returned by the bank with the reason "funds insufficient" or "Exceeds arrangement”. This is known as 'Bouncing of a cheque’.

Bond:

সহজে চুক্তিপত্র বলা যেতে পারে। (একটি নির্দিষ্ট পরিমান অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য নেয়ার কারণে পরবরতীতে নির্ধারিত সময়ের  পর অর্থ গ্রহণকারীর এককালীন আসল সহ যে পরিমান অর্থ প্রদান করতে হয় তার দলিল । মূলত সরকার ও বড় প্রতিষ্ঠান এই বন্ড বাজারে ছাড়ে )

Publicly traded long-term debt securities, issued by corporations and governments, whereby the issuer agrees to pay a fixed amount of interest over a specified period of time and to repay a fixed amount of principal at maturity

Book Value: 

The amount of stockholders’ equity in a firm equals the amount of the firm’s assets minus the firm’s liabilities and preferred stock.

Broker: Individuals licensed by stock exchanges to enable investors to buy and sell securities.

( শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতাকারী)

Bull Markets: Favorable markets associated with rising prices and investor optimism.

( বিনিয়োগ বান্ধব বাজার যেখানে ক্রমাগত মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হয় )

 

Capital Gain: The amount by which the proceeds from the sale of a capital asset exceed its original purchase price. ( বিক্রয় মূল্য যখন ক্রয় মুল্যের চেয়ে বেশী হয় )

Capital Markets: The market in which long-term securities such as stocks and bonds are bought and sold.(যা বাজারে শেয়ার ও বণ্ড কেনা বেচা করা হয় )

Certificate of Deposits (CDs): 

সঞ্চয় হিসাব যেখানে সঞ্চয়কৃত অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থ উঠালে লভ্যাংশ হতে একটি নির্দিষ্ট অংশ কাটা যাবে 

Savings instrument in which funds must remain on deposit for a specified period and premature withdrawals incur interest penalties.

 

Closed-end (Mutual) Fund: 

যেখানে নির্দিষ্ট কিছু শেয়ার থাকে এবং বিনিয়োগকারীরা মুক্ত বাজারে তা লেনদেন করে থাকে এবং কোম্পানীর মোট সম্পত্তির পরিবর্তে  শেয়ারের বাজার মূল্য শেয়ারের মূল্য নিরধারক হিসেবে কাজ করে

A fund with a fixed number of shares issued, and all trading is done between investors in the open market. The share prices are determined by market prices instead of their net asset value.

 

Collateral: 

A specific asset pledged against possible default on a bond. Mortgage bonds are backed by claims on property. Collateral trusts bonds are backed by claims on other securities. Equipment obligation bonds are backed by claims on equipment. 

Compound Interest: চক্রবৃদ্ধি হতে পারে। আই অ্যাম নট শিওর।

এক বছরের সুদ সহ আসলের উপর পরবর্তী বছর সুদ দেয়াকে

Interest paid not only on the initial deposit but also on any interest accumulated from one period to the next.

 

Convertible Bond: 

A bond with an option, allowing the bondholder to exchange the bond for a specified number of shares of common stock in the firm. A conversion price is the specified value of the shares for which the bond may be exchanged. The conversion premium is the excess of the bond’s value over the conversion price. ( )

Corporate Bond: প্রাইভেট কোম্পানীগুলোর ইস্যু কৃত দীর্ঘ মেয়াদী বন্ড

Long-term debt issued by private corporations.

 

Coupon: বন্ডের উপর বার্ষিক লভ্যাংশ

The feature on a bond that defines the amount of annual interest income.

 

Coupon Frequency: The number of coupon payments per year. ( বার্ষিক পরিশোধ কৃত কুপন সংখ্যা  )

 

Coupon Rate: 

বন্ডের মুল্যের উপর ভিত্তি করে বার্ষিক যে হারে বন্ড ক্রেতা কে লভ্যাংশ পরিশোধ করতে হয় 

The annual rate of interest on the bond’s face value that a bond’s issuer promises to pay the bondholder. It is the bond’s interest payment per dollar of par value.

Credit Rating: 

একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সার্বিক পর্যালোচনা 

An assessment of the likelihood of an individual or business being able to meet its financial obligations. Credit ratings are provided by credit agencies or rating agencies to verify the financial strength of the issuer for investors.

 

Creditworthiness: 

নির্দিষ্ট শর্তানুযায়ী ঋনগ্রহীতার ঋন পরিশোধের সক্ষমতা 

It is the capacity of a borrower to repay the loan / advance in time along with interest as per agreed terms.

Crossing of Cheques: 

ক্রস চেকে দুটি সমান্তরাল লাইন আকা থাকে । এটি ক্যাশে পরিশোধ করা যায় না । এটি মূলত অন্য ব্যাঙ্কে ট্রান্সফার  অথবা জমার মাধ্যমে পরিশোধ করা হয়। সাধারন ক্রসিং চেক এর মানে তা যেকোন ব্যাঙ্কের মাধ্যমে পরিশোধ করা যায় ও বিশেষ ক্রস চেকের মানে হল যে ব্যাঙ্কের নাম উল্লিক্ষিত আছে ঠিক সেই ব্যাঙ্ক হতে টাকা তোলা যাবে

Crossing refers to drawing two parallel lines across the face of the cheque. A crossed cheque cannot be paid in cash across the counter, and is to be paid through a bank either by transfer, collection or clearing. A general crossing means that cheque can be paid through any bank and a special crossing, where the name of a bank is indicated on the cheque, can be paid only through the named bank.

Current Account: 

সাধারণত ব্যাবসার জন্য এই ব্যাঙ্ক আকাউন্ট খোলা হয় । এই ধরনের অ্যাকাউন্টে টাকা উঠানোর নির্দিষ্ট কোন নিয়ম নেই এবং কোন লভ্যাংশ প্রদান করা হয়না জমাকৃত অর্থের উপর

Current account with a bank can be opened generally for business purpose. There are no restrictions on withdrawals in this type of account. No interest is paid in this type of account.

Debit Card: 

A plastic card issued by banks to customers to withdraw money electronically from their accounts. When you purchase things on the basis of Debit Card the amount due is debited immediately to the account. Many banks issue Debit-Cum-ATM Cards.()

Demand Deposits: যে সঞ্চয় হিসাব হতে সঞ্ছয়কারী তার চাহিদা মত টাকা তুলতে পারে

Deposits which are withdrawn on demand by customers. E.g.  savings bank and current account deposits.

Derivative Instrument: 

যে সম্পত্তি গুলোর মূল্য মূলত অন্য সম্পত্তির উপর নির্ভর করে

Financial instrument whose value depends on the value of another asset.

Discount Bond: 

A bond selling below par, as interest in-lieu to the bondholders.

Dishonour of Cheque: 

চেকের অর্থ প্রদান না করার কারণসহ যে রশিদ ব্যাঙ্ক হতে দেয়া হয়

Non-payment of a cheque by the paying banker with a return memo giving reasons for the non-payment.


Earnings per Share (EPS): 

প্রত্যেক শেয়ারের ভিত্তিতে  একজন শেয়ার ক্রেতার বার্ষিক আয়

The amount of annual earnings available to common stockholders as stated on a per share basis.

Earnings Yield: The ratio of earnings to price (E/P). (আয় ও দামের অনুপাত)The reciprocal is price earnings ratio (P/E). (দাম ও আয়ের অনুপাত)

E-Banking : 

ই-ব্যাঙ্কিং একটি নতুন ধরনের ব্যাঙ্কিং ব্যাবস্থা যেখানে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে যেমন-এটিএম , মোবাইল এর মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান করা হয় 

E-Banking or electronic banking is a form of banking where funds are transferred through exchange of electronic signals between banks and financial institution and customers ATMs, Credit Cards, Debit Cards, International Cards, Internet Banking and new fund transfer devices like SWIFT, RTGS belong to this category.

EFT - (Electronic Fund Transfer): 

স্বয়ংক্রিয় পদ্ধতি যেখানে এক ব্যাঙ্ক হতে অর্থ অন্য ব্যাংকে বা অন্য শাখায় ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে আদান প্রদান হয়

EFT is a device to facilitate automatic transmission and processing of messages as well as funds from one bank branch to another bank branch and even from one branch of a bank to a branch of another bank. EFT allows transfer of funds electronically with debit and credit to relative accounts.

 

Electronic Commerce (E-Commerce): 

ই- কমার্স একটি কাগজ বিহীন পদ্ধতি যেখানে ইলেক্ট্রনিক যন্ত্রের মাধ্যমে বানিজ্যিক কার্যাবলী করা হয়। যেমনঃ মোবাইলের মাধ্যমে/ বিকাশে এক স্থান হতে অন্য স্থানে টাকা প্রদান 

E-Commerce is the paperless commerce where the exchange of business takes place by Electronic means

Equity: 

শেয়ারবাজারে শেয়ার আকারে একটি কোম্পানীর মালিকানা । যেমন- গ্রামীনফোনের শেয়ার কেনার ফলে একজন ব্যাক্তি গ্রামীন ফোনের একটি অংশের মালিকানা পাবে

Ownership of the company in the form of shares of common stock.

Face Value/ Nominal Value: 

The value of a financial instrument as stated on the instrument. Interest is calculated on face/nominal value.

Forfeiting: 

আন্তর্জাতিক বানিজ্যে রপ্তানীকারক আমদানীকারকের কাছ হতে টাকা না আদায় করতে পারলে কম দামে তার অর্থ আদায়ের অধিকার একজন ফরফিটার কে দিয়ে দেন অপেক্ষাকৃত কম টাকায় । যেমনঃ একজন আমদানী কারক ১ লক্ষ টাকা পাবেন । তিনি যদি তা আদায় করতে না পারেন তখন তিনি ৫০ হাজার টাকায় শেই টাকার মালিকানা একজন ফরফিটার কে দিয়ে দেন । তিনি তখন ১ লক্ষ টাকা উদ্ধারের দায়িত্ব পান 

In International Trade when an exporter finds it difficult to realize money from the importer, he sells the right to receive money at a discount to a forfeiter, who undertakes inherent political and commercial risks to finance the exporter, of course with assumption of a profit in the venture.

Forgery: 

জালিয়াতি করার জন্য চেক বা কোন দলিলে পরিবরতন আনা

 

when a material alteration is made on a document or a Negotiable Instrument like a cheque, to change the mandate of the drawer, with intention to defraud.

Future Value of an Annuity: The amount to which a stream of equal cash flows that occur in equal intervals will grow over a period of time when it is placed in an account paying compound interest.

General Lien: 

অতিরিক্ত ঋনের কারনে ঋণ গ্রহীতার সমগ্র সম্পত্তির দায়িত্ব ঋণ দাতাকে দিয়ে দেওয়া

A right of the creditors to retain possession of all goods given in security to him by the debtor for any outstanding debt.

Hedge: A combination of two or more securities into a single investment position for the purpose of reducing or eliminating risk. 

Insolvent:

যে ব্যাক্তি নির্দিষ্ট সময়ের মধ্যেও  তার ঋণ কৃত অর্থ  ফেরত দিতে পারে না

Insolvent is a person who is unable to pay his debts as they mature, as his liabilities are more than the assets .  

Intrinsic Value: 

যে জিনিস বা বস্তুর মূল্য নির্ধারিত  হয়। যেমনঃ স্বর্ণ

The difference of the exercise price over the market price of the underlying asset.

IPO price: 

কোন শেয়ার বাজারে আসার পূর্বে তার যে মূল্য নির্ধারিত হয়

The price of share set before being traded on the stock exchange. Once the company has gone Initial Public Offering, the stock price is determined by supply and demand.

 

Lease Financing: 

কোন জমি বা সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেয়া । যেমনঃ মাছ চাষের জন্য পুকুর লীজ নেয়া

Financing for the business of renting houses or lands for a specified period of time and also hiring out of an asset for the duration of its economic life. Leasing of a car or heavy machinery for a specific period at specific price is an example.

 

Letter of Credit: 

আমদানি যিনি করছেন তার একটি মাথাব্যথা থাকে তিনি মূল্য পরিশোধ করে সঠিক দ্রব্য পাবেন কিনা। 
আবার রপ্তানি যিনি করেন তিনি চিন্তা করেন দ্রব্য প্রদান করে মূল্য পাবেন কিনা।
 এই সমস্যা দূর করতে Letter of Credit বা LC ব্যবহার করা হয়।  

 

A document issued by importers bank to its branch or agent abroad authorizing the payment of a specified sum to a person named in Letter of Credit (usually exporter from abroad). 

যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন দ্রব্য আমদানি করে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক বা ওই ব্যাংকের বিদেশী শাখা অথবা ওই ব্যাংকের বিদেশী এজেন্ট  তখন উক্ত ব্যক্তি যে রপ্তানিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করবেন তার নিশ্চয়তা দেওয়ার জন্য যে documents প্রদান করেন তাই Letter of Credit বা LC. 

Liquidity: The ability to convert an investment into cash quickly and with little or no loss in value. ( কোন বস্তুকে স্বল্প ক্ষতিতে  বা  কোন ক্ষতি ছাড়া অর্থে রুপান্তর । যেমনঃ একজন জমি ক্রয়ের জন্য অর্থ খরচ করল । পুনরাইয় সেই জমি বিক্রি করে টাকায় পরিনত করল । এটি জমির তারল্য )

Merchant Banking : 

.( যে এ ব্যাঙ্ক তার ভোক্তাদের বিভিন্ন ধরনের আর্থিক পরিসেবা যেমনঃ বিল প্রদান , নতুন ব্যাবসার ক্ষেত্রে সহায়তা প্রদান করে

When a bank provides to a customer various types of financial services like accepting bills arising out of trade, arranging and providing underwriting, new issues, providing advice, information or assistance on starting new business, acquisitions, mergers and foreign exchange

Micro Finance:

দারিদ্র দূরীকরনের লক্ষ্যে গরীব হত দরিদ্রদের স্বল্প পরিমান অর্থ প্রদান করা

Micro Finance aims at alleviation of poverty and empowerment of weaker sections in Bangladesh . In micro finance, very small amounts are given as credit to poor in rural, semi-urban and urban areas to enable them to raise their income levels and improve living standards.

Mobile Banking :

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং পরিসেবা যেমনঃ ব্যালেন্স দেখা, টাকা তোলা ইত্যাদি কাজ মোবাইলের মাধ্যমে করা হয় । যেমনঃ এম-ক্যাশ

With the help of M-Banking or mobile banking customer can check his bank balance, order a demand draft, stop payment of a cheque, request for a cheque book and have information about latest interest rates.

Money Laundering: When a customer uses banking channels to cover up his suspicious and unlawful financial activities, it is called money laundering. (যখন একজন ব্যাক্তি ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাচার করে )

Mortgage: Transfer of an interest in specific immovable property for the purpose of offering a security for taking a loan or advance from another. It may be existing or future debt or performance of an agreement which may create monetary obligation for the transferor (mortgagor). ( কোন কিছু টাকার জন্য বন্ধক রাখা )

 

Money Market: The primary money market is comprised of banks, FIs and primary dealers as intermediaries and savings & lending instruments, treasury bills as instruments. There are currently 15 primary dealers (12 banks and 3 FIs) in Bangladesh. The only active secondary market is overnight call money market which is participated by the scheduled banks and FIs. The money market in Bangladesh is regulated by Bangladesh Bank (BB), the Central Bank of Bangladesh. 

Mutual Fund: A company that invests in and professionally manages a diversified portfolio of securities and sells shares of the portfolio to investors. ( যে কোম্পানী বিনিয়োগ কারীদের হয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে)

Par Value: The face value of a security.( একটি শেয়ারের মূল্য)

Perpetual Bonds: Bonds which have no maturity date. ( যে বন্ডের টাকা পরিশোধের কোন নির্দিষ্ট তারিখ নেই )

Placing: Obtaining subscriptions for, or the sale of, primary market, where the new securities of issuing companies are initially sold. ()

Personal Identification Number (PIN): Personal Identification Number is a number which an ATM card holder has to key in before he is authorized to do any banking transaction in a ATM . ( ব্যাংকের এটিএম কার্ড হোল্ডাররা যে গোপন নাম্বার দিয়ে  লেনদেন করতে পারে   )

 

Plastic Money: 

Credit Cards, Debit Cards, ATM Cards and International Cards are considered plastic money as like money they can enable us to get goods and services. ( ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড ইত্যাদি কে প্লাস্টিক মানি বলা হয় )

Portfolio: 

বিভিন্ন বিনিয়োগ মাধ্যম যার মাধ্যমে নির্দিষ্ট বিনিয়োগ লক্ষ্য মাত্রা পুরন করা হয়

A collection of investment vehicles assembled to meet one or more investment goals.

Preference Shares: A corporate security that pays a fixed dividend each period. It is senior to ordinary shares but junior to bonds in its claims on corporate income and assets in case of bankruptcy.( যে শেয়ার কোম্পানীর শেয়ারে নির্দিষ্ট সময় পর পর লভ্যাংশ পাওয়া যায়   )

Rate of Return: A percentage showing the amount of investment gain or loss against the initial investment. ( বিনিয়োগ বৃদ্ধি বা বিনিয়োগ কমার শতকরা হার)

Real Interest Rate: The net interest rate over the inflation rate. The growth rate of purchasing power derived from an investment. ( সুদের হার হতে মুল্যস্ফীতি বাদ দিলে যা থাকে। যেমনঃ সুদের হার ১০% ও মুল্যস্ফীতি ২% হলে প্রকৃত সুদের হার (১০-২)%=৮%)

Redemption Value: The value of a bond when redeemed.

Savings Bank Account: All banks in Bangladesh  are having the facility of opening savings bank account with a nominal balance. This account is used for personal purposes and not for business purpose and there are certain restrictions on withdrawals from this type of account. Account holder gets nominal interest in this account. (যেই একাউন্টে টাকা জমা করা হয়)

Short Selling: The sale of borrowed securities, their eventual repurchase by the short seller at a lower price and their return to the lender.

Speculation: The process of buying investment vehicles in which the future value and level of expected earnings are highly uncertain.(বিনিয়োগ মাধ্যম যেখানে এর ভবিষ্যৎ মূল্য ও কাঙ্খিত আয়  চরম ভাবে অনিশ্চিত)

Teller : Teller is a staff member of a bank who accepts deposits, cashes cheques and performs other banking services for the public.( যে ব্যাক্তি ব্যাঙ্কে টাকা জমা নেয় , ক্যাশকৃত অর্থ প্রদান করে বা ভোক্তাদের অন্যান্য পরিসেবা প্রদান করে )

Underwriting : An agreement by the underwriter to buy on a fixed date and at a fixed rate, the unsubscribed portion of shares or debentures or other issues. Underwriter gets commission for this agreement.

Virtual Banking: Virtual banking is also called internet banking, through which financial and banking services are accessed via internet's World Wide Web. It is called virtual banking because an internet bank has no boundaries of brick and mortar and it exists only on the internet. ( ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং পরিসেবা প্রদান )

Yield (Internal rate of Return): The compound annual rate of return earned by an investment ( বিনিয়োগকারী বার্ষিক যে হারে বিনিয়োগ কৃত অর্থ ফেরত পান । )

Yield to Maturity: The rate of return yield by a bond held to maturity when both compound interest payments and the investor’s capital gain or loss on the security are taken into account. 

 

Download




ALL-BANKING-IMPORTANTI-TERM
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)