কিভাবে এম এস ওয়ার্ড ২০১৬ চালু করবেন? বাংলা টিউটোরিয়াল ২০২০
কিভাবে এম এস ওয়ার্ড ২০১৬ চালু করবেন এ টিউটোরিয়ালে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা জানবো কিভাবে এ এ্যাপ্লিকেশন প্রোগ্রামটি চালু করা যায়।
তবে এক্ষেত্রে আপনার কম্পিউটারে এম এস অফিস ২০১৬ ইন্সটল করা থাকতে হবে।
আপনি একাধিক পদ্ধতিতে ওয়ার্ড ২০১৬ রান করতে পারেন।
See this video on YouTube Click Here.
1. Start বাটন থেকে:
১. কম্পিউটারের স্টার্ট বাটন ক্লিক করুন।
এবারে প্রদর্শিত মেন্যু হতে All Programs অপশন ক্লিক করুন।
এবারে Word 2016 খুঁজে বের করুন এবং ক্লিক করুন।
Desktop থেকে:
ডেস্কটপে যদি Word 2016 প্রোগ্রামের সর্টকাট আইকন থাকে তবে সেখানে ডাবল ক্লিক করেও চালু করা যাবে।
ডেস্কটপে যদি ওয়ার্ড ২০১৬ এর আইকন না থাকে তবে কিভাবে সর্টকাট আইকন বানাতে হয় তা ভিডিও টিউটোরিয়াল দেখুন।
Task bar থেকে:
টাস্কবারে অবস্থিত ওয়ার্ড ২০১৬ এর আইকনে ক্লিক করেও চালু করা যাবে।
আপনার কম্পিউটারের টাস্কবারে যদি ওয়ার্ড ২০১৬ এর আইকনটি না থাকে তবে নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন:
স্টার্ট বাটন ক্লিক করুন।
এবারে Word 2016 খুঁজে বের করুন এবং তার ওপর মাউসের রাইট-বাটন ক্লিক করুন।
প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Pin to Taskbar অপশনটি ক্লিক করুন।
লক্ষ্য করুন, টাস্কবারে Word 2016 এর আইকন প্রদর্শিত হচ্ছে।
এবারে আইকনের ওপর সিঙ্গেল ক্লিক করেও ওয়ার্ড ২০১৬ শুরু করতে পারবেন।
Next পর্ব চাই। খুব ভালো লাগলো।
ReplyDelete