41st BCS Preliminary Syllabus

0

41st BCS Preliminary Syllabus Update version 

41st BCS Preliminary Syllabus given by PSC, the syllabus of the preliminary examination number 200 was presented for the readers of the study share bd. You may read online or can download the pdf link of 41st BCS Preliminary Syllabus from the download link. 

Table of content 

1.  Bangla Language and Literature - 35

2. English Language and Literature – 35

3. Bangladesh Issues – 30

4. International affairs – 20

5. General Science – 15

6. Computer and Information Technology – 15

7. Mathematical logic – 15

8. Psychic skills – 15

9. Morals, values and good governance – 10

10. Geography (Bangladesh and the World: Environment and Disaster Management) -10


গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল লিংক যেগুলো থেকে আমি নিজেও অনেক উপকৃত হই- আপনিও ঘুরে দেখতে পারেন-

বিসিএস প্রাইভেট গ্রুপে যুক্ত হোন এবং নিজেকে যাচাই করুন : Join Now

বিসিএস পাবলিক গ্রুপে হতে – Join Now

ফ্রিতে বই ও যাবতীয় প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে – Join Now

জব প্রাকটিস গ্রুপে যুক্ত হতে – Join Now

অফিসিয়াল ওয়েব পেজ : Like Us

অফিসিয়াল গ্রুপ : Join Now

ইসলামিক আলোচনা মুলক গ্রুপে জয়েন করুন ; Join Now

কম্পিউটার বিষয়ে টিপস ও সমস্যা সমাধান পেতে জয়েন করুন  : Join Now

লাইব্রেরী সাইন্স কমিউনিটি গ্রুপে যুক্ত হোনJoin Now

 

 

Detailed (full) 41st BCS Preliminary Syllabus given by PSC:

41st BCS Preliminary Syllabus : Bangla
41st BCS Preliminary Syllabus
বাংলা ভাষা (নম্বর ১৫)

১। প্রয়োগ-অপপ্রয়োগ

২। বানান ও বাক্য শুদ্ধি

৩। পরিভাষা

৪। সমার্থক শব্দ

৫। বিপরীত শব্দ

৬। ধ্বনি ও বর্ণ

৭। শব্দ

৮। পদ

৯। বাক্য

১০। প্রত্যয়

১১। সন্ধি

১২। সমাস

 

বাংলা সাহিত্য (নম্বর ২০)

১৩। প্রাচীন যুগ

১৪। মধ্য যুগ

১৫। আধুনিক যুগ

 

41st BCS Preliminary Syllabus : English

41st BCS Preliminary Syllabus


Part -I: Language (Marks 20)

 The Noun

The Determiner

The Gender

The Number


The Pronoun

The verb

The Finite verb: Transitive and Intransitive verb

The Non-Finite verb: participles, infinitives, gerund

The Linking verb

The Phrasal verb

Modals


The Adjective

The Adverb

The Preposition

Conjunction


B. Idioms & Phrases: 

Meaning of Phrases

Kinds of Phrases

Identifying Phrases


C. Clauses: 

The Principle Clause

The Subordinate Clause

The Noun Clause

The Adjective Clause

The Adverbial Clause and its types


D. Corrections: 

Correction on the Tense

Correction on the verb

Correction on the preposition

Correction on the determiner

Correction on the Gender

Correction on the Number

Correction on Subject-Verb Agreement


E. Sentences & Transformations: 

The simple sentence

The complex sentence

The compound sentence

The active voice

The passive voice

The positive degree

The comparative degree

The superlative degree


F. Words: 

Meanings

Synonyms

Antonyms

Spellings

Usage of words as various parts of speech


G. Composition: 

Name of parts of paragraphs/letters/applications

 

Part – II: English Literature (Marks 15)

 H. English Literature: 

Name of writers of literary pieces from Elizabeth period to the 21st century

Quotations from drama/poetry of different ages

A review on English Literature.

 


41st BCS Preliminary Syllabus Bangladesh Affairs

41st BCS Preliminary Syllabus

1. বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

প্রাচীনকাল থেকে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ছয় দফা আন্দোলন ১৯৬৬, গণ-অভ্যুত্থান ১৯৬৮ – ১৯৬৯, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ – স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল – মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

 

2. বাংলাদেশের কৃষিজ সম্পদ:

শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, 


3. বাংলাদেশের জনসংখ্যা: 

আদমশুমারি, জাতি – গোষ্ঠী – উপজাতি সংক্রান্ত বিষয়াবলী

 

4. বাংলাদেশের অর্থনীতি

উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয় – ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন

 

5. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: 

শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা,  বৈদেশিক লেন-দেন ও অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা

 

6. বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা ও বৈশিষ্ট, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ, 


7. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা:

রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পরকাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, 


8. বাংলাদেশের সরকার ব্যবস্থা:

আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনার কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার

 

9. বাংলাদেশের জাতীয় অর্জন:

বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি।

 

41st BCS Preliminary Syllabus : International Affairs

41st BCS Preliminary Syllabus

 

1. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভু-রাজনীতি = 04

2. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক = 04

3. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ = 04

4. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি= 04

5. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি = 04

 

41st BCS Preliminary Syllabus : Geography, environment and disaster management and ethics, values

41st BCS Preliminary Syllabus


1. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভু রাজনৈতিক গুরুত্ব = 02

2. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভু-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব = 02

3. বাংলাদেশের পরিবেশঃ প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ,  = 02

4. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তনঃ আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব = 02

5. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনাঃ দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা= 02



41st BCS Preliminary Syllabus : General Science

41st BCS Preliminary Syllabus

সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলব্ধি থেকে করা হবে।

 ভৌত বিজ্ঞান (নম্বর ৫)

  • পদার্থের অবস্থা, এটমের গঠন
  • কার্বনের বহুমুখী ব্যবহার
  • এসিড, ক্ষার, লবণ
  • পদার্থের ক্ষয়
  • সাবানের কাজ
  • ভৌত রাশি এবং এর পরিমাপ
  • ভৌত বিজ্ঞানের উন্নয়ন
  • চৌম্বকত্ব
  • তরঙ্গ ও শব্দ
  • তাপ ও তাপগতিবিদ্যা
  • আলোর প্রকৃতি
  • স্থির ও চল তড়িৎ
  • ইলেক্ট্রনিক্স
  • আধুনিক পদার্থবিজ্ঞান
  • শক্তির উৎস এবং এর প্রয়োগ
  • নবায়নযোগ্য শক্তির উৎস
  • পারমাণবিক শক্তি ও উৎস
  • খনিজ উৎস
  • শক্তির রূপান্তর
  • আলোক যন্ত্রপাতি
  • মৌলিক কণা
  • ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ
  • অধাতব পদার্থ
  • জারণ-বিজারণ
  • তড়িৎ কোষ
  • অজৈব যৌগ
  • জৈব যৌগ
  • তড়িৎ চৌম্বক
  • ট্রান্সফরমার
  • এক্সরে
  • তেজস্ক্রিয়তা

 

জীববিজ্ঞান (নম্বর ৫)

  • পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম
  • টিস্যু
  • জেনেটিক্স
  • জীববৈচিত্র্য
  • এনিমেল ডাইভার্সিটি
  • অর্গান এবং অর্গান সিস্টেম
  • সালোকসংশ্লেষণ
  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • জুওলজিক্যাল নমেনক্লেচার
  • বোটানিক্যাল নমেনক্লেচার
  • প্রাণীজগৎ
  • উদ্ভিদ
  • ফুল – ফল
  • রক্ত ও রক্তসঞ্চালন
  • হৃৎপিণ্ড ও হৃদরোগ
  • স্নায়ু ও স্নায়ুরোগ
  • খাদ্য ও পুষ্টি
  • ভিটামিন
  • মাইক্রোবায়োলজি
  • প্লান্ট নিউট্রিশন
  • পরাগায়ন

 

আধুনিক বিজ্ঞান (নম্বর ৫)

  • পৃথিবী সৃষ্টির ইতিহাস
  • কসমিক রে
  • ব্ল্যাক হোল
  • হিগের কণা
  • বারিমণ্ডল
  • টাইড ও বায়ুমণ্ডল
  • টেকটনিক প্লেট
  • সাইক্লোন ও সুনামি
  • বিবর্তন
  • সামুদ্রিক জীবন
  • মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার
  • সংক্রামক রোগ
  • রোগ জীবাণুর জীবনধারণ
  • মা ও শিশু সাস্থ্য
  • ইম্যুনাইজেশন ও ভ্যাকসিনেশন
  • এইচআইভি ও এইডস
  • টিবি ও পোলিও
  • জোয়ার ভাঁটা
  • এপিকালচার
  • সেরিকালচার
  • পিসিকালচার
  • হরটিকালচার
  • ডায়োড ও Transistor
  • আইসি (IC)
  • আপেক্ষিক তত্ত্ব
  • ফোটন কণা ইত্যাদি ।

 

41st BCS Preliminary Syllabus : Computer and Information Technology

41st BCS Preliminary Syllabus


1st Part: Computer (Marks 10)

  • Computer Peripherals
  • Keyboard
  • Mouse
  • OCR
  • Computer Architecture
  • CPU
  • Hard Disk
  • Arithmetic Logic Unit (ALU)
  • Computer Performance
  • Computer in Practical Fields
  • Number systems of computer
  • Operating systems
  • Embedded computer
  • History of computer
  • Types of computer
  • Computer program
  • Virus
  • Firewall
  • Database

 

Information technology (Marks 5)

  •  E-commerce
  • Cellular Data Network
  • 2G, 3G, 4G, 5G, 6G, 7G
  • LAN, MAN, WiFi, Wimax
  • Computer Networks
  • Information Technologies in Practical Fields
  • Smartphone
  • WWW -World Wide Web
  • Internet
  • Email & Fax
  • Client-Server Management
  • Mobile Technology and Features
  • Tech-Giants Services & News
  • Google, Microsoft, IBM
  • Cloud Computing
  • Social Media – Facebook, Twitter, Instagram, Pinterest, etc.
  • Cyber crime

 

41st BCS Preliminary Syllabus :  গাণিতিক যুক্তি 

41st BCS Preliminary Syllabus

1. বাস্তব সংখ্যা, লসাগু ও গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ – ক্ষতি = 03

2. বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ =03

3. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা = 03

4. রেখা ও কোন, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি= 03

5. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান, ও সম্ভাব্যতা = 03

 

41st BCS Preliminary Syllabus: মানসিক দক্ষতা

41st BCS Preliminary Syllabus

  1. ভাষাগত যৌক্তিক বিচার
  2. সমস্যা সমাধান
  3. বানান ও ভাষা
  4. যান্ত্রিক দক্ষতা
  5. স্থানাংক সম্পর্ক
  6. সংখ্যাগত ক্ষমতা

 

41st BCS Preliminary Syllabus : নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন 

41st BCS Preliminary Syllabus

  • BCS syllabus: (Ethics, Values & Good Governance)
  • Definition of Values Education and Good Governance
  • The relation between Values Education and Good Governance
  • General Perception of values education and good governance
  • Importance of values education and good governance
  • Impact of values education and good governance in national development
  • How the element of good governance and values education can be established in society in a given social context.
  • The benefits of values education
  • The benefits of good governance
  • The cost of society pays adversely in their absence.
Read More : 

জানেন গুগল স্কলার কি? এখানে সব আর্টিকেল পাবলিশ করা হয়। ঘুরে দেখুন


Conclusion: Life is not bed roses. Try your best and remember, ‘‘আররী প্রবাদ : মান জাদ্দা ওজাদা অর্থ : যে চেষ্টা করে সে পাই’’ । অতীতের দিনগুলো ছিল তোমাদের সামনের 41st BCS Preliminary আমার জন্য।  মনোবল রাখুন, ইনশাল্লাহ হবে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)