সাধু চলিত রীতির পাথ্যক্য

0

সাধু চলিত রীতির পাথ্যক্য

সাধু

চলিত

১. সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম মেনে চলে

২. সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম মেনে চলে না

২. তৎসম শব্দ বহুল

২. তদ্ভব শব্দবহুল

৩. নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী নয়

৩. নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী

৪. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে।

৪. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর ও পরিবর্তিত রূপ লাভ করে।

উদাহরণ: তাঁহারা আটটার পূর্বেই ডাকবাংলায় উপস্থিত হইলেন।

উদাহরণ: পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল।




sAHDU O CHOLITO RITIR PATTOKKO

Post a Comment

0Comments
Post a Comment (0)