প্রকৃতি কখনো প্রতিহিংসাপরায়ণ হয় না। মানুষ যেমন হয়।প্রকৃতি কখনো অভিসম্পাত করে না। মানুষ যেমন করে।প্রকৃতি কখনো লোভী হয় না।মানুষ যেমন হয়।প্রকৃতি হয় শান্ত-স্নিগ্ধ-অপ্রতীম। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না। কিন্তু আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি, সেই আমরা হৃদয় ভাঙি, ভালোবাসার সঙ্গে করি মিথ্যাচার। ভাঙাগড়ার খেলায় জলকাদা মিশিয়ে একাকার করে দিই।... বিস্তারিত
প্রকৃতির কাছে মানুষ অতি নগণ্য -studysharebd
April 18, 2020
0
প্রকৃতির কাছে মানুষ অতি নগণ্য
Tags