থমকে যাওয়া জীবন, মৃত্যুর আলিঙ্গনে-৩ -studysharebd

0
থমকে যাওয়া জীবন, মৃত্যুর আলিঙ্গনে-৩

আজ সকালে যখন ঘুম ভাঙল, তখন ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। সকাল হয়েছে কি না বুঝতে পারছিলাম না। হাত বাড়িয়ে মোবাইলটা নিলাম। সকাল আটটা বাজে। এই শহরে শীতের সকাল আটটায়ও সূর্যের দেখা মেলা ভার। এই শহরে শীতকাল শেষ হয়েও হয় না। সে কারণেই বেলা নয়টার আগে আলোর মুখ দেখা যায় না। শোবার ঘরে বিছানার দুপাশে কার্পেট ঘেঁষা লম্বা দুটো জানালা। জানালায় ভারী পর্দা টানানো আছে। সূর্যের আলো তেমন প্রখর না হলে ফাঁকফোকর দিয়ে... বিস্তারিত

Post a Comment

0Comments
Post a Comment (0)