আইয়ুব চাচার দোকানের সামনে ছোটমতো জটলা দেখা যাচ্ছে। কৌতূহল নিয়ে আমিও হাঁটলাম সেদিকে। ঘটনা হলো, প্রতিদিনের মতোই দোকানে বেচাবিক্রি করছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা ওঠে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এ রকমটা বলেই ঢলে পরেন। করোনাকালে রাস্তায় গাড়ির সংকট। এখান থেকেই কেউ একজন তড়িঘড়ি করে একটা রিকশায় উঠিয়ে তাকে হাসপাতাল নিয়ে গেছেন। ঘণ্টাখানেক পর খবর এল, আইয়ুব চাচা মারা গেছেন। মৃত্যুকালীন তার শ্বাসকষ্ট হয়েছিল।... বিস্তারিত
আলামত পাওয়া যায়নি: নূরনবী সোহাগ -studysharebd
April 16, 2020
0
আলামত পাওয়া যায়নি: নূরনবী সোহাগ
Tags