ঘরের ভেতরে থেকেও একসঙ্গে অনেক বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। পয়লা বৈশাখে আড্ডা দিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সদস্যদের সঙ্গে। তবে সেটা অনলাইনে। সেই আড্ডায় কেউ নেচেছেন, কেউ গেয়েছেন, আবার কেউবা পড়েছেন কবিতা। জাহিদ হাসানকে কবিতা আবৃত্তি করতে দেখে ভালো লেগেছে তাঁর। তবে এটা জেনে মাহফুজ সবচেয়ে বেশি অবাক হয়েছেন যে জাহিদ হাসান কবিতা লিখেছেন! গত মাসের ২৩ মার্চ থেকে সব কাজ বন্ধ করে ঘরবন্দী... বিস্তারিত
নাটক নির্মাণে চূড়ান্ত নষ্টামির প্রতিযোগিতায় মেতেছে চ্যানেলগুলো -studysharebd
April 17, 2020
0
নাটক নির্মাণে চূড়ান্ত নষ্টামির প্রতিযোগিতায় মেতেছে চ্যানেলগুলো
Tags
