গানে গানে ছড়িয়ে যাক ভালো থাকার অনুপ্রেরণা। এমনই প্রত্যাশায় প্রথম আলো ও বাংলালিংকের যৌথ আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’। এ পর্বে আজ গাইবেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তবে আজকের আয়োজনে তাঁর সঙ্গে থাকছে ছেলে শুদ্ধ চৌধুরী। বাবার সঙ্গে গাইবে শুদ্ধও। ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানের চতুর্থ পর্বটি দেখা যাবে আজ রাত নয়টায় প্রথম আলো অনলাইন ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে... বিস্তারিত
আজ গান করবেন চঞ্চল চৌধুরী ও শুদ্ধ -studysharebd
April 16, 2020
0
আজ গান করবেন চঞ্চল চৌধুরী ও শুদ্ধ
Tags