বিসিএস প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞান পরীক্ষা

0

বিসিএস প্রস্তুতি বই বিসিএস প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞান পরীক্ষা বিসিএস সাধারণ বিজ্ঞান বিসিএস প্রস্তুতি প্রশ্ন বিসিএস প্রস্তুতি pdf বিসিএস প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞান পরীক্ষা কম সময়ে বিসিএস প্রিলি প্রস্তুতি

বসিএস রিটেন প্রস্তুতি বিসিএস গণিত প্রস্তুতি বিসিএস গণিত বই চাকরিজীবীদের বিসিএস প্রস্তুতি বিসিএস অনলাইন মডেল টেস্ট BCS MCQ বিসিএস প্রস্তুতি সাধারণ বিজ্ঞান বিসিএস পরীক্ষা প্রশ্ন বিসিএস দৈনন্দিন বিজ্ঞান

নির্দেশনা:

১. প্রথমে আপনার নিজস্ব খাতা কলম প্রস্তুত করুন।

২. উত্তরপত্র প্রশ্নপত্রের শেষে দেওয়া আছে। পরীক্ষা শেষে উত্তরপত্রের সাথে আপনার খাতা মিলিয়ে নিন।

৩. পরীক্ষা শুরু করতে নিচের Start বাটন চাপুন।

৪. সময় শেষ হয়ে গেলে একটি সিগন্যাল বেজে উঠবে। 





পরীক্ষাটি পুনরায় শুরু করতে এখানে চাপুন

আজকের পরীক্ষার প্রশ্নপত্র

পূর্ণমান-১০০   সময়: ১ঘণ্টা

বিষয় : সাধারণ বিজ্ঞান অংশের ভৌতবিজ্ঞান ও জীববিজ্ঞান

 

1. নিচের কোনটি রাসায়নিক পবিরর্তন নহে?

ক.দুধকে ছানায় পরিণত করা

খ.লোহাকে চুম্বকে পরিণত করা

গ.লোহায় মরিচা ধরা

ঘ.দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো

2.কোনটি মৌলিক পদার্থ?

ক.চিনি

খ.নিয়ন

গ.পানি

ঘ.লবণ

3.সবচেয়ে হালকা কোনটি?

ক.হাইড্রোজেন

খ.লিথিয়াম

গ.রেডিয়াম

ঘ.ব্রোমিন

4.PH হলো--

ক.এসিড নির্দেশক

খ.এসিড ও ক্ষার নির্দেশক

গ.ক্ষার নির্দেশক

ঘ.এসিড ,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

5.কোন সমীকরণের সাহায্যে বাফারের PH এর মান গণনা করা হয়?

ক. হেন্ডারসন সমীকরণের দ্বারা

খ.এন্ডারসন সমীকরণের দ্বারা

গ.অসওয়াল্ডের সমকিরণ দ্বারা

ঘ.রাউল্টের সমীকরণের দ্বারা

6.ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ--

ক.বর্ণহীন

খ.লাল

গ.হলুদ

ঘ.নীল

7.MnO4--আয়নের মধ্য Mn এর জারণ সংখ্যা

ক.+৫

খ.+৬

গ.+৭

ঘ.-৭

8.অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

ক.জারণ

খ.বিজারণ

গ.প্রশমন

ঘ.পানি যোজন

9.যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কী বলে?

ক.জারক

খ.জারিত

গ.বিজারক

ঘ.বিজারিত

10.কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়-

ক.আগুন নেভাতে

খ.রকেটে জ্বালানি হিসাবে

গ.রেফ্রিজারেটরে

ঘ.অ্যামোনিয়া তৈরিতে

11. সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায়-

ক.গ্লিসারিন

খ.সিলিকন

গ.ইথানল

ঘ.সোডিয়াম

12.কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর?

ক.টিন

খ.সিসা

গ.তামা

ঘ.দস্তা

13.সংকর ধাতু কাঁসার উপাদান কী কী?

ক.তামা ও টিন

খ.তামা ও লোহা

গ.তামা ও দস্তা

ঘ.তামা ও নিকেল

14.কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?

ক.পটাশিয়াম

খ.ক্যালসিয়াম

গ.সোডিয়াম

ঘ.ম্যাগনেসিয়াম

15.লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-

ক.তামা

খ.দস্তা

গ.রূপা

ঘ.এলুমিনিয়াম

16.স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান--

ক.তামা

খ.দস্তা

গ.ক্রোমিয়াম

ঘ.এলুমিনিয়াম

17. কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?

ক.চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি

খ.তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি

গ.নমনীয়তা বেশি

ঘ.ঘনত্ব কম

18.শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে?

ক.দস্তার খোল

খ.কার্বন দণ্ড

গ.ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড

ঘ.কয়লার গুঁড়া

19.তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন

ক.মেন্ডেলিফ

খ.নিউটন

গ.অ্যাভোগ্যাড্রো

ঘ.ফ্যারাডে

20.শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে-

ক.জিংক ক্লোরাইড ও কার্বন পাউডার

খ.অ্যামোনিয়াম ক্লোরাইড ও কার্বন পাউডার

গ.দস্তা চূর্ণ ও কার্বন পাউডার

ঘ.ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার

২১. আসল হীরা চেনার উপায় কী?

ক.এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না

খ.ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়

গ.এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে

ঘ.ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে

২২. নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?

ক.আলফা

খ.বিটা

গ.গামা

ঘ. নিউট্রন

২৩. কম্পিউটারে স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বকব্যবহৃত হয়?

ক. স্থায়ী চুম্বক

খ. অস্থায়ী চুম্বক

গ. সংকর চুম্বক

ঘ. এলনিকো

২৪. পৃথিবীর বয়স নির্ধারণে কোনটি ব্যবহৃত হয় ?

ক.60^Co

খ.131^I

গ.C-14

ঘ.Pt-238

২৫. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ-

ক. টান করে তার লাগালে গরমকালে ছিঁড়ে যেতে পারে

খ. বেশি টানে পিলার হেলে যেতে পারে

গ. শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়

ঘ. উপরের কোনটিই নয়

২৬. পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ আলোর-

ক. প্রতিসরণ

খ. প্রতিফলন

গ. বিচ্ছুরণ

ঘ. পোলারাইজেশন

২৭. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি?

ক. বেগুনি

খ. সবুজ

গ. লাল

ঘ. নীল

২৮. আয়না থেকে ২ ফুট দুরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

ক. ৫ ফুট

খ. ৪ ফুট

গ. ৩ ফুট

ঘ. ২ ফুট

২৯. তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)

ক.যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর

খ.তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

গ.বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

ঘ.তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

৩০. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান

ক. হ্রাস পায়

খ. বৃদ্ধি পায়

গ. অপরিবর্তিত থাকে

ঘ. প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়

৩১. বাদুড় কত কম্পনের শব্দ তৈরি করে ?

ক.240kHz

খ.100 kHz

গ.120 kHz

ঘ.130 kHz

৩২. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমনহয়-

ক.বাড়ে

খ.সামান্য কমে

গ.কমে যায়

ঘ.অপরিবর্তিত থাকে

৩৩. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

ক.অর্ধেক হবে

খ.দ্বিগুণ হবে

গ.তিনগুণ হবে

ঘ.চারগুণ হবে

৩৪. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়

ক. ১৯৪৮ সালে

খ. ১৯৫০ সালে

গ. ১৯৫৮ সালে

ঘ. ১৯৫৪ সালে

৩৫. যে ইলেক্ট্রনিক বর্তনী পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে-বলে-

ক.মড্যুলেটর

খ.রেকটিফায়ার

গ.রেগুলেটর

ঘ.অ্যসিলেটর

৩৬. কমুটেটর থাকে-

ক.ডিসি জেনারেটরে

খ.এসি জেনারেটরে

গ. ট্রান্সফর্মারে

ঘ.মোটরে

৩৭. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

ক. অটোহান ও স্ট্রেসম্যান

খ. হেস

গ. হাইগ্যান

ঘ. মাইম্যান

৩৮. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

ক. রন্টজেন

খ. ফ্যারাডে

গ. মার্কনি

ঘ. এডিসন

৩৯. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?

ক. ট্যাকোমিটার

খ. হাইড্রোমিটার

গ. ব্যারোমিটার

ঘ. হাইগ্রোমিটার

৪০. টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়?

ক. আলফা

খ. এক্সরে

গ. গামা

ঘ. বিটা

৪১. রক্তের কোন অংশ হতে বিলিরুবিন তৈরি হয়?

ক. হিম

খ. গ্লোবিন

গ. হিমোগ্লোবিন

ঘ. রক্তরস

৪২. রক্ত জমাটে কোন ধাতুর ভূমিকা আছে?

ক. পটাসিয়াম

খ. ক্যালসিয়াম

গ. সোডিয়াম

ঘ. আয়রন

৪৩. ফ্যাগোসাইটোসিস কোন কণিকার কাজ-

ক. লোহিতকণিকা

খ. অণুচক্রিকা

গ. শ্বেতকণিকা

ঘ. কোনটা নয়।

৪৪. রক্ত জমাট বাধার মূল ক্যাক্টর কতটি?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৭

৪৫. AB রক্তের গ্রুপে কোন এন্টিবডি থাকবে?

ক. a

খ. b

গ. ab

ঘ. নেই

৪৬. কপাটিকা থাকে কোনটিতে?

ক. ধমনি

খ. শিরা

গ. অলিন্দ

ঘ. নিলয়

৪৭. মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় কত?

ক. ১০ বিলিয়ন

খ. ১০০ বিলিয়ন।

গ. ১০ কোটি।

ঘ. ১০০ কোটি।

৪৮. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা?

ক. থ্যালামাস।

খ. হাইপোথ্যালামাস।

গ. সেরিবেলাম

ঘ. সেরেব্রাম

৪৯. ফেসিয়াল স্নায়ুর শাখা কয়টি?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

৫০. বাগান সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

ক. হর্টিকালচার

খ. এভিকালচার

গ. সিলভিকালচার

ঘ. আরবরিকালচার

৫১. পেশিকলার উৎপত্তি কোথায়?

ক. এক্টোডার্ম

খ. মেসোডার্ম

গ. এন্ডোডার্ম

ঘ. কোনটা নয়

৫২. কোষের প্যাকেজিং কেন্দ্র কোথায়?

ক. রাইবোজোম

খ. লাইসোজোম।

গ. গলগি বডি

ঘ. প্রোটোপ্লাজম

৫৩. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি?

ক. প্রোটিন

খ. লিপিড

গ. পলিমার।

ঘ. কাইটিন

৫৪. জিন এর রাসায়নিক গঠন উপাদান কী?

ক. RNA

খ. DNA

গ. ATP

ঘ. TNA

৫৫. প্রিয়ন কী দিয়ে তৈরি?

ক. প্রোটিন

খ. নিউক্লিক এসিড

গ. DNA

ঘ. RNA

৫৬. সার্স হয় কোন ভাইরাস দিয়ে?

ক. ফ্ল্যাভি

খ. ভেরিওলা

গ. রুবিওলা

ঘ. করোনা

৫৭. কলেরা রোগ হয় কিসের দ্বারা?

ক. ভাইরাস

খ. ব্যাকটেরিয়া

গ. প্রোটোজোয়া

ঘ. ইস্ট

৫৮. নিচের কোনটি দ্বারা মহামারি হয়েছিল?

ক. জন্ডিস

খ. ক্যান্সার

গ. ডায়াবেটিস

ঘ. প্লেগ

৫৯. সোয়াইন ফ্লু দ্বারা কত সালে মহামারি হয়?

ক. ২০০১

খ. ২০০২

খ. ২০০৩

ঘ. ২০০৯

৬০. ডেংগু ভাইরাসের জেনেটিক কোড কী?

ক. H1N1

খ. H2N2

গ. NS1

ঘ. NS2

৬১। সালোসংশ্লেষণ কোথায় ঘটে-

ক. রাইবোজম

খ. ক্রোমোজম

গ. প্লাষ্টিড

ঘ. মাইটোকন্ড্রিয়া

৬২। পিসিকালচার বলতে কি বোঝায়?

ক. হাঁস-মুরগি পালন

খ. মৌমাছি পালন

গ. মৎস্য চাষ

ঘ. রেশম চাষ

৬৩। ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-

ক. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়

খ. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়

গ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়

ঘ. অধিক পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়

৬৪। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?

ক. ল্যাভয়সিয়ে

খ. রবার্ট কচ

গ. রোলান্ড রস

ঘ. লুই পাস্তুর

৬৫। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সমন্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. ইভোলিউশন

খ. এপিকালচার

গ. ইকোলজি

ঘ. আর্কিওলজি

৬৬। শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-

ক. আর্দ্রতা কম থাকে

খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে

গ. পাতা ঝড়ে যায়

ঘ. সবগুলোই

৬৭। কৃত্রিম জীন আবিষ্কার করেন

ক. বেন ল্যায়েনকে

খ. হরগোবিন্দ খোরানা

গ. ক্রিশ্চিয়ান বার্নাড

ঘ. হ্যানিম্যান

৬৮। প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়

ক. সিনোসাইট

খ. পিনোসাইট

গ. পেরিসাইট

ঘ. সিনসাইড্রিয়াম

৬৯। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?

ক. শৈবাল

খ. ছত্রাক

গ. ব্যাকটেরিয়া

ঘ. সপুষ্পক উদ্ভিদ

৭০। হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?

ক. পেরিটোনিয়াম

খ. পেরিকার্ডিয়াম

গ. প্লুরা

ঘ. যকৃতে

৭১। মাইটোকন্ড্রিয়ার কোষে কী ধরনের অঙ্গাণু আছে?

ক. রেচন অঙ্গানু

খ. পরিপাক অঙ্গাণু

গ. শ্বসন অঙ্গাণু

ঘ. কোনটিই নয়

৭২। কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক. AIDS

খ. জলাতংক

গ. ডিপথেরিয়া

ঘ. পোলিও

৭৩। স্থায়ী কলার কাজ-

ক. খাদ্য উৎপাদন

খ. সঞ্চয়

গ. দৃঢ়তা প্রদান

ঘ. উপরের সবগুলোই

৭৪। যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে-

ক. ব্যাক্টেরিয়া

খ. এজেন্ট

গ. হোস্ট

ঘ. ভেক্টর

৭৫। রক্তশূন্যতা বলতে কী বুঝায়?

ক. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া

খ. রক্তের পরিমাণ কমে যাওয়া

গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া

৭৬। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

ক. ৭০%

খ. ৭২%

গ. ৭৩%

ঘ. ৮০%

৭৭। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?

ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে

খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই

ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়

৭৮। নখ বা চুল কাটলে আমরা ব্যাথা পাইনা কারণ

ক. এরা শরীরের কোন অংশ নয়

খ. এদের মধ্য কোন স্নায়ু নেই

গ. এদের মধ্য লসিকা নালী আছে

ঘ. সবগুলোই ঠিক

৭৮। রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-

ক. সিনসিটিয়াম

খ. লিউকোপোয়েসিস

গ. লিউকেমিয়া

ঘ. লিউকোপেনিযা

৮০। মাছ অক্সিজেন নেয়-

ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে

খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে

গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে

ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

৮১।শব্দ কোন ধরনের তরঙ্গ?

ক)তির্যক তরঙ্গ

খ)তাড়িত চৌম্বক তরঙ্গ

গ)অনুর্দৈর্ঘ তরঙ্গ

ঘ)বেতার তরঙ্গ

৮২। পাহাড়ি রাস্তার বাঁকা কত কোণে সমতল আয়না বসানো হয় ?

ক)৯০ ডিগ্রি

খ)১৮০ ডিগ্রি

গ)৬০ ডিগ্রি

ঘ)৪৫ ডিগ্রি

৮৩।উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?

ক)গাড়িতে

খ)টর্চলাইটে

গ)সৌরচুল্লিতে

ঘ)রাডারে

৮৪।জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয়?

ক)OH^_

খ)NH^+

গ)H^+

ঘ)ইউরিয়া

৮৫।নিচের কোনটি ফুড প্রিজারভেটিভ ?

ক)বেনজোয়িক এসিড

খ)ভিনেগার

গ)ইথিলিন

ঘ)সবগুলো

৮৬। গ্লাস ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক)সোডিয়াম হাইড্রোঅক্সাইড

খ)ক্যালসিয়াম সিলিকেট

গ)এ্যামোনিয়াম হাইড্রোঅক্সাইড

ঘ) ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড

৮৭।নিচের কোনটি বেকিং পাউডার?

ক) সোডিয়াম হাইড্রোঅক্সাইড

খ) সোডিয়াম কার্বনেট

গ) সোডিয়াম হাইর্ড্রোজেন কার্বনেট

ঘ)সোডিয়াম ক্লোরাইড

৮৮।নিচের কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?

ক)আয়োডিন

খ)নিশাদল

গ)ন্যাপথলিন

ঘ)সবগুলো

৮৯।সবচেয়ে ঘনধাতু কোনটি?

ক)পারদ

খ)ব্রোমিন

গ)ওসমিয়াম

ঘ)সোডিয়াম

৯০।এখন পর্যন্ত IUPAC কর্তৃক শনাক্ত মৌলিক পর্দার্থের সংখ্যা?

ক)১২১

খ)১১৮

গ)১২০

ঘ)৯২

৯১।নিচের নিচের কোনটি মৃদু এসিড?

ক)কার্বনিক এসিড

খ)নাইট্রিক এসিড

গ)হাইড্রোক্লোরিক

ঘ)সালফিউরিক এসিড

৯২।সুস্থ দেহের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস

ক)৯৮.৪

খ)৯৭.৪

গ)৩৬.৮৯

ঘ)৩৮

৯৩। এভারেস্টের চূড়ায় বাতাসের চাপ পৃথিবী পৃষ্ঠের বাতাসের চাপের কত % ?

ক)৩০%

খ)২০%

গ)৩৫%

ঘ)৪০%

৯৪।পদার্থের ৪র্থ অবস্থা কোনটি ?

ক)কঠিন

খ)তরল

গ)বায়বীয়

ঘ)প্লাজমা

৯৫।নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ নয় ?

ক)বায়ো ফুয়েল

খ)জিও থার্মাল

গ)বায়োমাস

ঘ)নিউক্লিয়ার

৯৬। প্যারসুট দিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের কোন ধরণের ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে ?

বিসিএস প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞান পরীক্ষা

ক)গতি ঘর্ষণের

খ)আবর্ত ঘর্ষণের

গ)স্থিতি ঘর্ষণের

ঘ)প্রবাহী ঘর্ষণের

৯৭।নিচের কোনটি মৌলিক রাশি নয় ?

ক)ভর

খ)তাপ

গ)তড়িৎ প্রবাহ

ঘ)পদার্থের পরিমাণ

৯৮।ঘড়ি কাটার গতি কী রকম গতি ?

ক)রৈখিক

খ)উপবৃত্তাকার

গ)পর্যাবৃত্ত

ঘ)স্পন্দন

৯৯।পানির ত্রৈধ বিন্দু কোনটি ?

ক)১০০ ডিগ্রি সেলসিয়াস

খ)২৭৩ ডিগ্রি সেলসিয়াস

গ)০.০১ ডিগ্রি সেলসিয়াস

ঘ)২৭৩ কেলভিন

১০০।দীপন তীব্রতার একক কী ?

ক)অ্যাম্পিয়ার

খ)ক্যান্ডেলা

গ)মোস

ঘ)হার্জ





পরীক্ষাটি পুনরায় শুরু করতে এখানে চাপুন



উত্তর দেখতে নিচের Show Answer বাটনে ক্লিক করুন।
... এবার উত্তর মিলিয়ে নিন। কত নম্বর পেলেন কমেন্টে নামসহ উল্লেখ করুন-এতে আপনার পজিশন জানতে পারবেন।  কোনো প্রশ্ন বা উত্তরের ব্যাখার জন্যও কমেন্ট করতে পারেন।

1. নিচের কোনটি রাসায়নিক পবিরর্তন নহে?

ক.দুধকে ছানায় পরিণত করা

খ.লোহাকে চুম্বকে পরিণত করা

গ.লোহায় মরিচা ধরা

ঘ.দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো

উত্তরঃ খ

2.কোনটি মৌলিক পদার্থ?

ক.চিনি

খ.নিয়ন

গ.পানি

ঘ.লবণ

উত্তরঃ খ

3.সবচেয়ে হালকা কোনটি?

ক.হাইড্রোজেন

খ.লিথিয়াম

গ.রেডিয়াম

ঘ.ব্রোমিন

উত্তরঃ ক

4.PH হলো--

ক.এসিড নির্দেশক

খ.এসিড ও ক্ষার নির্দেশক

গ.ক্ষার নির্দেশক

ঘ.এসিড ,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

উত্তরঃ ঘ

5.কোন সমীকরণের সাহায্যে বাফারের PH এর মান গণনা করা হয়?

ক. হেন্ডারসন সমীকরণের দ্বারা

খ.এন্ডারসন সমীকরণের দ্বারা

গ.অসওয়াল্ডের সমকিরণ দ্বারা

ঘ.রাউল্টের সমীকরণের দ্বারা

উত্তরঃ ক

6.ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ--

ক.বর্ণহীন

খ.লাল

গ.হলুদ

ঘ.নীল

উত্তরঃ গ

7.MnO4--আয়নের মধ্য Mn এর জারণ সংখ্যা

ক.+৫

খ.+৬

গ.+৭

ঘ.-৭

উত্তরঃ খ

8.অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?ক.জারণ

খ.বিজারণ

গ.প্রশমন

ঘ.পানি যোজন

উত্তরঃ ক

9.যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কী বলে?

ক.জারক

খ.জারিত

গ.বিজারক

ঘ.বিজারিত

উত্তরঃ গ

10.কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়-

ক.আগুন নেভাতে

খ.রকেটে জ্বালানি হিসাবে

গ.রেফ্রিজারেটরে

ঘ.অ্যামোনিয়া তৈরিতে

উত্তরঃ ক

11. সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায়-

ক.গ্লিসারিন

খ.সিলিকন

গ.ইথানল

ঘ.সোডিয়াম

উত্তরঃ ক

12.কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর?

ক.টিন

খ.সিসা

গ.তামা

ঘ.দস্তা

উত্তরঃ গ

13.সংকর ধাতু কাঁসার উপাদান কী কী?

ক.তামা ও টিন

খ.তামা ও লোহা

গ.তামা ও দস্তা

ঘ.তামা ও নিকেল

উত্তরঃ ক

14.কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?

ক.পটাশিয়াম

খ.ক্যালসিয়াম

গ.সোডিয়াম

ঘ.ম্যাগনেসিয়াম

উত্তরঃ গ

15.লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়

ক.তামা

খ.দস্তা

গ.রূপা

ঘ.এলুমিনিয়াম

উত্তরঃ খ

16.স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান--

ক.তামা

খ.দস্তা

গ.ক্রোমিয়াম

ঘ.এলুমিনিয়াম

উত্তরঃ গ

17. কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?

ক.চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি

খ.তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি

গ.নমনীয়তা বেশি

ঘ.ঘনত্ব কম

উত্তরঃ ঘ

18.শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে?

ক.দস্তার খোল

খ.কার্বন দণ্ড

গ.ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড

ঘ.কয়লার গুঁড়া

উত্তরঃ খ

19.তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন

ক.মেন্ডেলিফ

খ.নিউটন

গ.অ্যাভোগ্যাড্রো

ঘ.ফ্যারাডে

উত্তরঃ ঘ

20.শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে-

ক.জিংক ক্লোরাইড ও কার্বন পাউডার

খ.অ্যামোনিয়াম ক্লোরাইড ও কার্বন পাউডার

গ.দস্তা চূর্ণ ও কার্বন পাউডার

ঘ.ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার

উত্তরঃ ঘ

২১. আসল হীরা চেনার উপায় কী?

ক.এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না

খ.ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়

গ.এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে

ঘ.ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে

উত্তরঃ ক

২২. নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?

ক.আলফা

খ.বিটা

গ.গামা

ঘ. নিউট্রন

উত্তরঃ গ

২৩. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

ক. স্থায়ী চুম্বক

খ. অস্থায়ী চুম্বক

গ. সংকর চুম্বক

ঘ. এলনিকো

উত্তরঃ ক

২৪. পৃথিবীর বয়স নির্ধারণে কোনটি ব্যবহৃত হয় ?

ক.60^Co

খ.131^I

গ.C-14

ঘ.Pt-238

উত্তরঃ গ

২৫. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ

ক. টান করে তার লাগালে গরমকালে ছিঁড়ে যেতে পারে

খ. বেশি টানে পিলার হেলে যেতে পারে

গ. শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়

ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ গ

২৬. পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ আলোর-

ক. প্রতিসরণ

খ. প্রতিফলন

গ. বিচ্ছুরণ

ঘ. পোলারাইজেশন

উত্তরঃ ক

২৭. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি?

ক. বেগুনি

খ. সবুজ

গ. লাল

ঘ. নীল

উত্তরঃ ক

২৮. আয়না থেকে ২ ফুট দুরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

ক. ৫ ফুট

খ. ৪ ফুট

গ. ৩ ফুট

ঘ. ২ ফুট

উত্তরঃ ঘ

২৯. তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)

ক.যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর

খ.তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

গ.বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

ঘ.তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

উত্তরঃ খ

৩০. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান

ক. হ্রাস পায়

খ. বৃদ্ধি পায়

গ. অপরিবর্তিত থাকে

ঘ. প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়

উত্তরঃ ক

৩১. বাদুড় কত কম্পনের শব্দ তৈরি করে ?

ক.240kHz

খ.100 kHz

গ.120 kHz

ঘ.130 kHz

উত্তরঃ খ

৩২. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়

ক.বাড়ে

খ.সামান্য কমে

গ.কমে যায়

ঘ.অপরিবর্তিত থাকে

উত্তরঃ ক

৩৩. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

ক.অর্ধেক হবে

খ.দ্বিগুণ হবে

গ.তিনগুণ হবে

ঘ.চারগুণ হবে

উত্তরঃ ক

৩৪. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়

ক. ১৯৪৮ সালে

খ. ১৯৫০ সালে

গ. ১৯৫৮ সালে

ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ক

৩৫. যে ইলেক্ট্রনিক বর্তনী পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে-বলে।

ক.মড্যুলেটর

খ.রেকটিফায়ার

গ.রেগুলেটর

ঘ.অ্যসিলেটর

উত্তরঃ খ

৩৬. কমুটেটর থাকে-

ক.ডিসি জেনারেটরে

খ.এসি জেনারেটরে

গ. ট্রান্সফর্মারে

ঘ.মোটরে

উত্তরঃ ক

৩৭. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

ক. অটোহান ও স্ট্রেসম্যান

খ. হেস

গ. হাইগ্যান

ঘ. মাইম্যান

উত্তরঃ ঘ

৩৮. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

ক. রন্টজেন

খ. ফ্যারাডে

গ. মার্কনি

ঘ. এডিসন

উত্তরঃ ঘ

৩৮. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

ক. ট্যাকোমিটার

খ. হাইড্রোমিটার

গ. ব্যারোমিটার

ঘ. হাইগ্রোমিটার

উত্তরঃ ঘ

৪০. টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়?

ক. আলফা

খ. এক্সরে

গ. গামা

ঘ. বিটা

উত্তরঃ গ

৪১. রক্তের কোন অংশ হতে বিলিরুবিন তৈরি হয়?

ক. হিম

খ. গ্লোবিন

গ. হিমোগ্লোবিন

ঘ. রক্তরস

উত্তরঃ ক

৪২. রক্ত জমাটে কোন ধাতুর ভূমিকা আছে?

ক. পটাসিয়াম

খ. ক্যালসিয়াম

গ. সোডিয়াম

ঘ. আয়রন

উত্তরঃ খ

৪৩. ফ্যাগোসাইটোসিস কোন কণিকার কাজ-

ক. লোহিতকণিকা

খ. অণুচক্রিকা

গ. শ্বেতকণিকা

ঘ. কোনটা নয়।

উত্তরঃ গ

৪৪. রক্ত জমাট বাধার মূল ক্যাক্টর কতটি?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৭

উত্তরঃ ক

৪৫. AB রক্তের গ্রুপে কোন এন্টিবডি থাকবে?

ক. a

খ. b

গ. ab

ঘ. নেই

উত্তরঃ ঘ

৪৬. কপাটিকা থাকে কোনটিতে?

ক. ধমনি

খ. শিরা

গ. অলিন্দ

ঘ. নিলয়

উত্তরঃ খ

৪৭. মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় কত?

ক. ১০ বিলিয়ন

খ. ১০০ বিলিয়ন।

গ. ১০ কোটি।

ঘ. ১০০ কোটি।

উত্তরঃ ক

৪৮. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা?

ক. থ্যালামাস।

খ. হাইপোথ্যালামাস।

গ. সেরিবেলাম

ঘ. সেরেব্রাম

উত্তরঃ খ

৪৯. ফেসিয়াল স্নায়ুর শাখা কয়টি?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তরঃ গ

৫০. বাগান সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

ক. হর্টিকালচার

খ. এভিকালচার

গ. সিলভিকালচার

ঘ. আরবরিকালচার

উত্তরঃ ঘ

৫১. পেশিকলার উৎপত্তি কোথায়?

ক. এক্টোডার্ম

খ. মেসোডার্ম

গ. এন্ডোডার্ম

ঘ. কোনটা নয়

উত্তরঃ খ

৫২. কোষের প্যাকেজিং কেন্দ্র কোথায়?

ক. রাইবোজোম

খ. লাইসোজোম।

গ. গলগি বডি

ঘ. প্রোটোপ্লাজম

উত্তরঃ গ

৫৩. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি?

ক. প্রোটিন

খ. লিপিড

গ. পলিমার।

ঘ. কাইটিন

উত্তরঃ ঘ

৫৪. জিন এর রাসায়নিক গঠন উপাদান কি?

ক. RNA

খ. DNA

গ. ATP

ঘ. TNA

উত্তরঃ খ

৫৫. প্রিয়ন কি দিয়ে তৈরি?

ক. প্রোটিন

খ. নিউক্লিক এসিড

গ. DNA

ঘ. RNA

উত্তরঃ ক

৫৬. সার্স হয় কোন ভাইরাস দিয়ে?

ক. ফ্ল্যাভি

খ. ভেরিওলা

গ. রুবিওলা

ঘ. করোনা

উত্তরঃ ঘ

৫৭. কলেরা রোগ হয় কিসের দ্বারা?

ক. ভাইরাস

খ. ব্যাকটেরিয়া

গ. প্রোটোজোয়া

ঘ. ইস্ট

উত্তরঃ খ

৫৮. নিচের কোনটি দ্বারা মহামারি হয়েছিল?

ক. জন্ডিস

খ. ক্যান্সার

গ. ডায়াবেটিস

ঘ. প্লেগ

উত্তরঃ ঘ

৫৯. সোয়াইন ফ্লু দ্বারা কত সালে মহামারি হয়?

ক. ২০০১

খ. ২০০২

খ. ২০০৩

ঘ. ২০০৯

উত্তরঃ ঘ

৬০. ডেংগু ভাইরাসের জেনেটিক কোড কি?

ক. H1N1

খ. H2N2

গ. NS1

ঘ. NS2

উত্তরঃ গ

৬১। সালোসংশ্লেষণ কোথায় ঘটে-

ক. রাইবোজম

খ. ক্রোমোজম

গ. প্লাষ্টিড

ঘ. মাইটোকন্ড্রিয়া

উত্তরঃ গ

৬২। পিসিকালচার’ বলতে কি বোঝায়?

ক. হাঁস-মুরগি পালন

খ. মৌমাছি পালন

গ. মৎস্য চাষ

ঘ. রেশম চাষ

উত্তরঃ গ

৬৩। ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-

ক. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়

খ. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়

গ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়

ঘ. অধিক পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়

উত্তরঃ খ

৬৪। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?

ক. ল্যাভয়সিয়ে

খ. রবার্ট কচ

গ. রোলান্ড রস

ঘ. লুই পাস্তুর

উত্তরঃ খ

৬৫। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সমন্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. ইভোলিউশন

খ. এপিকালচার

গ. ইকোলজি

ঘ. আর্কিওলজি

উত্তরঃ গ

৬৬। শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-

ক. আর্দ্রতা কম থাকে

খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে

গ. পাতা ঝড়ে যায়

ঘ. সবগুলোই

উত্তরঃ গ

৬৭। কৃত্রিম জীন আবিষ্কার করেন

ক. বেন ল্যায়েনকে

খ. হরগোবিন্দ খোরানা

গ. ক্রিশ্চিয়ান বার্নাড

ঘ. হ্যানিম্যান

উত্তরঃ খ

৬৮। প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়

ক. সিনোসাইট

খ. পিনোসাইট

গ. পেরিসাইট

ঘ. সিনসাইড্রিয়াম

ঙ. কোনটিই নয়

উত্তরঃ ঙ

৬৯। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?

ক. শৈবাল

খ. ছত্রাক

গ. ব্যাকটেরিয়া

ঘ. সপুষ্পক উদ্ভিদ

উত্তরঃ গ

৭০। হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?

ক. পেরিটোনিয়াম

খ. পেরিকার্ডিয়াম

গ. প্লুরা

ঘ. যকৃতে

উত্তরঃ খ

৭১। মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?

ক. রেচন অঙ্গানু

খ. পরিপাক অঙ্গাণু

গ. শ্বসন অঙ্গাণু

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ

৭২। কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক. AIDS

খ. জলাতংক

গ. ডিপথেরিয়া

ঘ. পোলিও

উত্তরঃ গ

৭৩। স্থায়ী কলার কাজ-

ক. খাদ্য উৎপাদন

খ. সঞ্চয়

গ. দৃঢ়তা প্রদান

ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ ঘ

৭৪। যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে

ক. ব্যাক্টেরিয়া

খ. এজেন্ট

গ. হোস্ট

ঘ. ভেক্টর

উত্তরঃ ঘ

৭৫। রক্তশূন্যতা বলতে কি বুঝায়?

ক. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া

খ. রক্তের পরিমাণ কমে যাওয়া

গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া

উত্তরঃ ক

৭৬। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

ক. ৭০%

খ. ৭২%

গ. ৭৩%

ঘ. ৮০%

উত্তরঃ গ

৭৭। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?

ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে

খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই

ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়

উত্তরঃ ঘ

৭৮। নখ বা চুল কাটলে আমরা ব্যাথা পাইনা কারণ

ক. এরা শরীরের কোন অংশ নয়

খ. এদের মধ্য কোন স্নায়ু নেই

গ. এদের মধ্য লসিকা নালী আছে

ঘ. সবগুলোই ঠিক

উত্তরঃ খ

৭৮। রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-

ক. সিনসিটিয়াম

খ. লিউকোপোয়েসিস

গ. লিউকেমিয়া

ঘ. লিউকোপেনিযা

উত্তরঃ গ

৮০। মাছ অক্সিজেন নেয়-

ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে

খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে

গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে

ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

উত্তরঃ ঘ

৮১।শব্দ কোন ধরনের তরঙ্গ?

ক)তির্যক তরঙ্গ

খ)তাড়িত চৌম্বক তরঙ্গ

গ)অনুর্দৈর্ঘ তরঙ্গ

ঘ)বেতার তরঙ্গ

উত্তর :গ

৮২। পাহাড়ি রাস্তার বাঁকা কত কোণে সমতল আয়না বসানো হয় ?

ক)৯০ ডিগ্রি

খ)১৮০ ডিগ্রি

গ)৬০ ডিগ্রি

ঘ)৪৫ ডিগ্রি

উত্তর :ঘ

৮৩।উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?

ক)গাড়িতে

খ)টর্চলাইটে

গ)সৌরচুল্লিতে

ঘ)রাডারে

উত্তর :ক

৮৪।জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয়?

ক)OH^_

খ)NH^+

গ)H^+

ঘ)ইউরিয়া

উত্তর :খ

৮৫।নিচের কোনটি ফুড প্রিজারভেটিভ ?

ক)বেনজোয়িক এসিড

খ)ভিনেগার

গ)ইথিলিন

ঘ)সবগুলো

উত্তর :ঘ

৮৬। গ্লাস ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক)সোডিয়াম হাইড্রোঅক্সাইড

খ)ক্যালসিয়াম সিলিকেট

গ)এ্যামোনিয়াম হাইড্রোঅক্সাইড

ঘ) ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড

উত্তর :গ

৮৭।নিচের কোনটি বেকিং পাউডার?

ক) সোডিয়াম হাইড্রোঅক্সাইড

খ) সোডিয়াম কার্বনেট

গ) সোডিয়াম হাইর্ড্রোজেন কার্বনেট

ঘ)সোডিয়াম ক্লোরাইড

উত্তর :গ

৮৮।নিচের কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?

ক)আয়োডিন

খ)নিশাদল

গ)ন্যাপথলিন

ঘ)সবগুলো

উত্তর :ঘ

৮৯।সবচেয়ে ঘনধাতু কোনটি?

ক)পারদ

খ)ব্রোমিন

গ)ওসমিয়াম

ঘ)সোডিয়াম

উত্তর :গ

৯০।এখন পর্যন্ত IUPAC কর্তৃক শনাক্ত মৌলিক পর্দার্থের সংখ্যা?

ক)১২১

খ)১১৮

গ)১২০

ঘ)৯২

উত্তর :খ

৯১।নিচের নিচের কোনটি মৃদু এসিড?

ক)কার্বনিক এসিড

খ)নাইট্রিক এসিড

গ)হাইড্রোক্লোরিক

ঘ)সালফিউরিক এসিড

উত্তর :ক

৯২।সুস্থ দেহের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস

ক)৯৮.৪

খ)৯৭.৪

গ)৩৬.৮৯

ঘ)৩৮

উত্তর :গ

৯৩। এভারেস্টের চূড়ায় বাতাসের চাপ পৃথিবী পৃষ্ঠের বাতাসের চাপের কত % ?

ক)৩০%

খ)২০%

গ)৩৫%

ঘ)৪০%

উত্তর :গ

৯৪।পদার্থের ৪র্থ অবস্থা কোনটি ?

ক)কঠিন

খ)তরল

গ)বায়বীয়

ঘ)প্লাজমা

উত্তর :ঘ

৯৫।নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ নয় ?

ক)বায়ো ফুয়েল

খ)জিও থার্মাল

গ)বায়োমাস

ঘ)নিউক্লিয়ার

উত্তর :ঘ

৯৬। প্যারসুট দিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের কোন ধরণের ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে ?

ক)গতি ঘর্ষণের

খ)আবর্ত ঘর্ষণের

গ)স্থিতি ঘর্ষণের

ঘ)প্রবাহী ঘর্ষণের

উত্তর :ঘ

৯৭।নিচের কোনটি মৌলিক রাশি নয় ?

ক)ভর

খ)তাপ

গ)তড়িৎ প্রবাহ

ঘ)পদার্থের পরিমাণ

উত্তর :খ

৯৮।ঘড়ি কাটার গতি কী রকম গতি ?

ক)রৈখিক

খ)উপবৃত্তাকার

গ)পর্যাবৃত্ত

ঘ)স্পন্দন

উত্তর :গ

৯৯।পানির ত্রৈধ বিন্দু কোনটি ?

ক)১০০ ডিগ্রি সেলসিয়াস

খ)২৭৩ ডিগ্রি সেলসিয়াস

গ)০.০১ ডিগ্রি সেলসিয়াস

ঘ)২৭৩ কেলভিন

উত্তর :গ

১০০।দীপন তীব্রতার একক কী ?

ক)অ্যাম্পিয়ার

খ)ক্যান্ডেলা

গ)মোস

ঘ)হার্জ

উত্তর :খ






Post a Comment

0Comments
Post a Comment (0)