বাংলাদেশ সংবিধানের এই handnote টি ফেসবুক থেকে সংগৃহীত। সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার। সকল শিক্ষাসামগ্রী কালেকশন করে সেগুলো সবার মাঝে বিতরণ করার মাঝে আনন্দ খুঁজে পাই। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডনোট নিয়ে। আমি নিজেও একজন বিসিএস পরীক্ষার্থী। আমার এই ওয়েবসাইটটি খোলা র আরেকটি উদ্দেশ্য আছে তা হচ্ছে আমি চেয়েছিলাম যে, আমি যেগুলো পড়বো সেগুলো শেয়ার করবো সবার মাঝে। যাতে সবাই সেগুলো পড়তে পারে।
বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য খুজে সেগুলো এক জায়গায় করা হচ্ছে আমার উদ্দেশ্য।
আমার কাছে অনেক বইয়ের কালেকশন আছে অনেক শীতের কালেকশন আছে অনেকে নোটের কালেকশন আছে।এগুলো লাগলে আপনারা কমেন্টে জানাতে পারেন। যথাসম্ভব চেষ্টা করব, সহযোগিতা করার জন্য।
নিচে ডাউনলোড লিংক দেওয়া হল আপনারা পিডিএফ সহ এটি ডাউনলোড করে নিতে পারবেন।