বাস টপোলজি

0

বাস টপোলজি
বাস টপোলজিতে একটি মূল কেবলের সঙ্গে সব কয়টি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে। সাধারণত ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবলকে মূল বাস হিসেবে ব্যবহার করা হয়। প্রধান বা মূল বাসটিকে ব্যাকবোন বলা হয়। বাস টপোলজিকে ব্যাকবোন টপোলজিও বলা হয়। নিচে এর বৈশিষ্ট্য তুলে ধরা হলো
  কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকে।
  প্রধান কেবলটি ক্ষতিগ্রস্ত হলে নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
  বাস টপোলজিতে লাইন সংখ্যা কম বা কম কেবলের প্রয়োজন হয়।
  নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা খুঁজে বের করা কষ্টকর।
  নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রতিটি কম্পিউটার তথ্য পায়।
  কোনো একটি কম্পিউটারকে নেটওয়ার্ক থেকে সহজে বিচ্ছিন্ন করা যায়।
  প্রধান একটি কেবল বা বাস থাকে, যা ব্যাকবোন নামে পরিচিত।
  প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসাধণ করা যায়।


Post a Comment

0Comments
Post a Comment (0)