প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী
১) — জনগোষ্ঠী প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে।
উত্তর : গারো।
২) গারোদের নিজস্ব ভাষার নাম — বা গারো ভাষা।
উত্তর : আচিক।
৩) — গারোদের আদি ধর্মের নাম ।
উত্তর : সাংসারেক।
৪) — সমাজ মাতৃতান্ত্রিক।
উত্তর : গারো।
৫) — সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।
উত্তর : মাতার।
৬) গারো পরিবারের প্রধান —সম্পত্তির অধিকারী।
উত্তর : নারীরাই।
৭) তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের — দিয়ে তৈরি করা হয়।
উত্তর : কোঁড়ল।
৮) নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন গারোরা, যা — নামে পরিচিত।
উত্তর : নকমান্দি।
৯) — ও দকমারি গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম।
উত্তর : দকবান্দা।
১০) — গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম।
উত্তর : ওয়াংগালা।
১১) তারা সূর্যদেবতা — এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ শস্য উৎসর্গ করেন।
উত্তর : সালজং।
১২) এ উৎসবটি হয় সাধারণত নতুন শস্য ওঠার সময় — বা নভেম্বর মাসে।
উত্তর : অক্টোবর।
১৩) — গারো জনগোষ্ঠী ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন।
উত্তর : ১৮৭২ সালে।
১৪) গারোদের হাতে ছিল শুধু — আর ইংরেজদের হাতে ছিল বন্দুক।
উত্তর : বল্লম।
১৫) সে সময়কার দুজন গারো বীর যোদ্ধা — ও — ।
উত্তর : টগান নেং মিনজা, সোনারাম সাংমা।
১৬) অতীতে সিলেটে — বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল।
উত্তর : জয়ন্তা।
১৭) বাংলাদেশের — বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে।
উত্তর : সিলেট।
১৮) — খাসিদের ভাষার নাম।
উত্তর : মনখেমে।
১৯) খাসিদের পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে — মেয়ে।
উত্তর : ছোট।
২০) কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে — ।
উত্তর : খাসিরা।
২১) — নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন খাসি মেয়েরা।
উত্তর : কাজিম পিন।
২২) — হলো খাসি ছেলেদের পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি।
উত্তর : ফুংগা মারুং।
২৩) খাসিদের প্রধান দেবতার নাম — ।
উত্তর : উব্লাই নাংথউ।
২৪) — পান-সুপারিকে খুবই পবিত্র মনে করেন।
উত্তর : খাসি জনগোষ্ঠী।
২৫) খাসিদের সমাজব্যবস্থা গারোদের মতোই —
উত্তর : মাতৃতান্ত্রিক।
২৬) — জনগোষ্ঠী মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বাস করে।
উত্তর : ম্রো।
২৭) — ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
উত্তর : ইউনেসকো।
২৮) ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম — ।
উত্তর : তোরাই।
২৯) ম্রোরা সাধারণত — ধর্মাবলম্বী।
উত্তর : বৌদ্ধ।
৩০) ম্রোরা তাদের বাড়িকে বলে — ।
উত্তর : কিম।
৩১) — ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম।
উত্তর : নাপ্পি।
৩২) — ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ।
উত্তর : ওয়াংলাই।
৩৩) শিশুর বয়স ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয় — সমাজে।
উত্তর : ম্রো।
৩৪) বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে — জনগোষ্ঠী বাস করে।
উত্তর : ত্রিপুরা।
৩৫) ত্রিপুরাদের ভাষার নাম — ও —।
উত্তর : ককবরক, উমোই।