বাংলা ব্যাকরণ অংশ
১। মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে কী বলে?
ক) শব্দ খ) পদ
গ) বাক্য ঘ) ভাষা
২। গারো জনগোষ্ঠীর ভাষা কী?
ক) ম্যান্ডারিন খ) চাংমা
গ) বাংলা ঘ) আচিক
৩। পৃথিবীর প্রায় কত লোকের মাতৃভাষা বাংলা?
ক) প্রায় ২৫ কোটি
খ) প্রায় ৩০ কোটি
গ) ২৫ কোটি
ঘ) ৩০ কোটির ওপর
৪। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
৫। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঔ খ) ঐ
গ) ঋ ঘ) আ
৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক) ৮টি খ) ৯টি
গ) ১০টি ঘ) ১১টি
৭। কোন শব্দে ‘ণ’ যুক্ত হয়েছে?
ক) চিহ্ন খ) যত্ন
গ) অপরাহ ঘ) বিভিন্ন
৮। সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?
ক) দুই খ) তিন গ) পাঁচ ঘ) চার
৯। ‘মরূদ্যান’—এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মরু + ঊদ্যান খ) মরু + উদ্যান
গ) মর্ + উদ্যান
ঘ) মর্ + ঊদ্যান
১০। কোন কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয়—এর উদাহরণ কোনটি?
ক) চাকর-চাকরানি খ) সাহেব-বিবি
গ) বোনপো-বোনঝি ঘ) এঁড়ে বাছুর-বকনা বাছুর
১১। যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কী বলে? ক) অসমাপিকা ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া
গ) দ্বিকর্মক ক্রিয়া ঘ) যৌগিক ক্রিয়া
১২। ‘সাইরেন বেজে উঠল’— কোন ক্রিয়ার উদাহরণ?
ক) যৌগিক খ) অকর্মক গ) দ্বিকর্মক ঘ) প্রযোজক
১৩। তৎসম ক্রিয়াপদের ধাতুকে কী বলে?
ক) সিদ্ধ ধাতু
খ) মৌলিক ধাতু
গ) স্বয়ংসিদ্ধ ধাতু
ঘ) সংস্কৃত ধাতু
১৪। ণিজন্ত ধাতুর অপর নাম কী?
ক) নাম ধাতু
খ) কর্মবাচ্যের ধাতু
গ) প্রযোজক ধাতু
ঘ) স্বয়ংসিদ্ধ ধাতু
১৫। পুরাঘটিত অতীতকালের উদাহরণ কোনটি?
ক) তিনি খুলনা থেকে এলেন খ) তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?
গ) সুমন বই পড়ছিল
ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন
১৬। একই শব্দের প্রায় সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক) বস্তা বস্তা ধান ভরে দিয়ে ট্রাকটি চলে গেল
খ) এসো রাগারাগি না করে ব্যাপারটি মিটিয়ে ফেলি
গ) লোকটির চালচলন রহস্যজনক
ঘ) অনেক চেয়েচিন্তে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছি
১৭। কোন বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র?
ক) যৌগিক খ) মিশ্র
গ) সরল ঘ) জটিল
১৮। বিরাম চিহ্ন কয়টি?
ক) ১০টি খ) ১১টি
গ) ১২টি ঘ) ১৩টি
১৯। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
২০। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
২১। নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে?
ক) ড্যাস খ) কোলন গ) হাইফেন ঘ) বিস্ময়চিহ্ন
২২। পূর্ণচ্ছেদ কোনটি?
ক)। খ) ! গ) ? ঘ) :
২৩। কোন চারটি উপসর্গে দন্ত-ন স্থলে মূর্ধন্য-ণ হয়?
ক) প্র, বি, অনু, পরা খ) প্র, পরা, নির, পরি
গ) প্র, অপ, দুর, নির ঘ) প্র, নির, বি, অনু
২৪। ‘বৈশ্বানর’ কোন শব্দের সমার্থক?
ক) পর্বত খ) পৃথিবী
গ) আগুন ঘ) সাগর
২৫। ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শান্ত
খ) অশান্ত
গ) দুর্দান্ত
ঘ) প্রতাপশালী
২৬। ‘শূন্য’ শব্দের বিপরীত সঠিক শব্দ কোনটি?
ক) পূর্ন খ) পুর্ণ
গ) পূর্ণ ঘ) শূন্যতা
২৭। যে ক্রিয়া অতীতকালে চলছিল, এখনো শেষ হয়নি বোঝায়, তাকে কোন অতীতকাল বলে?
ক) সাধারণ খ) ঘটমান গ) পুরাঘটিত ঘ) নিত্যবৃত্ত
২৮। অনুজ্ঞা কোন কালের হয়?
ক) বর্তমান ও অতীত খ) বর্তমান
গ) বর্তমান ও ভবিষ্যৎ
ঘ) ভবিষ্যৎ
২৯। সাধারণত বাক্য কোন কোন পদ নিয়ে গঠিত হয়?
ক) কর্তা ও ক্রিয়া খ) কর্তা ও কর্ম
গ) কর্ম ও ক্রিয়া
ঘ) কর্তা, কর্ম ও ক্রিয়া
৩০। শব্দের শেষে ‘ঈ’ প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোনটি?
ক) সিংহ-সিংহী
খ) ধোপা-ধোপানি গ) হিম-হিমানী
ঘ) বুড়া-বুড়ি
৩১। কোন শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ হয়েছে?
ক) শূদ্রানী খ) বাঘিনী
গ) কামরনী ঘ) জেলেনী
৩২। কতগুলো শব্দে শুধু পুরুষ বোঝায় — এর উদাহরণ কোনটি?
ক) ডাক্তার খ) সৈন্য
গ) দাই ঘ) বিপত্নীক
৩৩। কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয় — এর উদাহরণ কোনটি?
ক) এয়ো খ) মহিলা কবি
গ) শিশু ঘ) মৈত্রণ
৩৪। অলিঙ্গবাচক শব্দ কোনটি?
ক) সন্তান খ) বই
গ) বিদ্বান ঘ) বলদ
৩৫। অ/আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গস্থলে কী হয়?
ক) শ খ) ষ
গ) ছ ঘ) স
৩৬। বিসর্গের পর চ/ছ থাকলে সন্ধিতে বিসর্গের স্থলে কী হয়?
ক) শ খ) ষ
গ) স ঘ) হ
৩৭। ‘সন্দর্শন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
ক) সন্ + দর্শন
খ) সম্ + দর্শন
গ) সন + দর্শন
ঘ) সম + দর্শন
৩৮। ‘অতি + উক্তি’ — সন্ধি কী?
ক) অত্যুক্তি খ) অতুক্তি গ) অত্যূক্তি ঘ) অতূক্তি
৩৯। এখন বাবা অফিস থেকে ফিরেছেন — কোন কালের উদাহরণ?
ক) বর্তমান
খ) অতীত
গ) ঘটমান অতীত
ঘ) পুরাঘটিত বর্তমান
৪০। ‘আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি’ — বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক) আকাঙ্ক্ষা খ) আসক্তি গ) আসত্তি ঘ) যোগ্যতা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫.খ ৩৬. ক ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ঘ।