বাক্য সংকোচন || bakko sonkochon part 1

0

বাক্য সংকোচন
অশ্বের চালক সারথী
অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ গতানুশোচনা
অগ্রপ্রশ্চাৎ ক্রম অনুযায়ী আনুপূর্বিক
আমার সদৃশ মাদৃশ
আকাশ ও পৃথিবী ক্রন্দসী
ঈষৎ কম্পিত আধুত
ঈষৎ উষ্ণ কবোষ্ণ
ঈষৎ রক্তবর্ণ আরক্ত
উদ্ভিদের নতুন পাতা কিশলয়/ পল্বব
উত্তর দিক সম্পর্কিত উদীচ্য
ঋণ নেয় যে অধমর্ণ
ঋণ দেয় যে উত্তমর্ণ
একই সময়ে বর্তমান সমসাময়িক
একই কালে বর্তমান সমকালীন
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে তুলাদণ্ড
কাচের তৈরি ঘর শিশমহল
কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা
ঘোড়ার গাড়ির চালক কোচওয়ান
গমন করতে পারে যে জঙ্গম
ধুলার মত রং যার পাংশুল
ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা
জাহাজের খালাসী লস্কর
পড়া হয়েছে যা পঠিত
পূর্ণিমার চাঁদ রাকা
পড়ার উপযুক্ত পঠিতব্য
তার মতো তাদৃশ
তোমার মতো ত্বাদৃশ
দুই নদীর মধ্যবর্তী স্হান দোয়াব
অকস্মাৎ ধৃত – কাকতালীয়
অকালে উৎপন্ন কুমড়া অকালকুষ্মাণ্ড
অকালে জাত কুষ্মান্ড – অকালকুষ্মান্ড
অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব
অকালে যে বোধন – অকালবোধন
অক্ষিতে(চোখে) কাম যার (যে নারীর) কামাক্ষী
অক্ষির অগোচরে পরোক্ষ
অক্ষির অভিমুখে প্রত্যক্ষ
অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ
অক্ষির সমীপে সমক্ষ [২৪, ১৭তম বিসিএস প্রিলিমিনারি]
অক্ষির সম্মুখে বর্তমান প্রত্যক্ষ
অক্ষি পত্রের (চোখের পাতা) লোম অক্ষিপক্ষ্ম
অগভীর সতর্ক নিদ্রা – কাকনিদ্রা
অগ্নি উৎপাদনের কাঠ – অরণি
অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে – অবিমৃষ্যকারী
অগ্রসর হইয়া অভ্যর্থনা – প্রত্যুদগমন
অগ্রসর হতে অনিচ্ছুক – পশ্চাৎপদ
অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) সেঁজুতি
অগ্রে জন্মেছে যে অগ্রজ
অগ্রে বর্তমান থাকে যে অগ্রবর্তী
অগ্রে যে গমন করে – অগ্রগামী
অগ্রপশ্চাৎ ক্রম অনুযায়ী আনুপূর্বিক
অঘটন কাণ্ড ঘটাইতে অতিশয় পারদর্শী – অঘটনঘটনপটিয়সী
অঙ্গীকৃত মাল তৈরির জন্যে প্রদত্ত অগ্রিম অর্থ – দাদন
অজ (ছাগল)কে গ্রাস করে যা অজগর
অণুকে দেখা যায় যার দ্বারা অণুবীক্ষণ
অতর্কিত অবস্থায় আক্রমণকারী – আততায়ী
অতিক্রম করা যায় না যা অনতিক্রমনীয়/অনতিক্রম্য
অতিক্রম করে গমনকারী – অতিগ
অতিথির আপ্যায়ন আতিথ্য
অতিশয় ঘটা বা জাকজমক আড়ম্বর
অতিশয় ভোজন অত্যশন
অতিশয় রক্ষণশীল – দুর্মর
অতিশয় রমণীয় সুরম্য
অতি উচ্চ ধ্বনি মহানাদ
অতি উচ্চ বিকট হাসি অট্টহাস্য
অতি কর্মনিপুণ ব্যক্তি দক্ষ
অতি কষ্টে যা নিবারণ করা যায় – দুর্নিবার
অতি দীর্ঘ নয় যা নাতিদীর্ঘ
অতি নিকৃষ্ট নর নরাধম
অতি বৃদ্ধা নারী – বড়াই
অতি শীতও নয়, অতি উষ্ণও নয় নাতিশীতোষ্ণ
অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ – গতানুশোচনা
অতীত কাহিনী – ইতিহাস
অত্যন্ত তরল জল নিঃসরণ অতিসার, অতীসার
অত্যন্ত শৌখিন লোক – ফুলবাবু
অধরপ্রান্তের হাসি বক্রোষ্ঠিকামর
অধিক উক্তি – অত্যুক্তি
অনায়াসে লাভ করা যায় যাহা অনায়াসলভ্য
অনুকরণে ইচ্ছুক – অনুচিকীর্ষু
অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
অনুসন্ধান করতে ইচ্ছুক যে অনুসন্ধিৎসু
অনুসন্ধান করবার ইচ্ছা অনুসন্ধিৎসা
অনেকের মধ্যে একজন – অন্যতম
অন্তরকে নিয়ন্ত্রণ করেন যিনি অন্তর্যামী
অন্তরে জল আছে এমন যে (নদী) অন্তঃসলিলা
অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য অন্তরিক্ষ
অন্তর্গত অপ যার – অন্তরীপ
অন্ধকার রাত্রি তামসী
অন্ন গহণ করে যে প্রাণ ধারণ করে অন্নগত প্রাণ
অন্নব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান
অন্যদিকে মন যাহার – অন্যমনস্ক
অন্যায় গোড়ামিপূর্ণ প্রতিষ্ঠান – অচলায়তন
অন্যের অজ্ঞাতসারে – বেমালুম
অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ
অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার
অন্য উপায় নেই যার – অনন্যোপায়
অন্য কর্তৃক বিবাহিতা – পরোঢ়া
অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী – অনন্যা
অন্য কাল কালান্তর
অন্য গতি নাই যার অগত্যা
অন্য গতি গত্যন্তর
অন্য গাছের ওপর জন্মে যে গাছ – পরগাছা
অন্য জন্ম – জন্মান্তর
অন্য দিকে মন নেই যার – অনন্যমনা
অন্য দেশ দেশান্তর
অন্য বার বারন্তর
অন্য ভাষায় রূপান্তরিত – অনূদিত
অন্য যুগ – যুগান্তর
অন্য লিপিতে রূপান্তর লিপ্যন্তর
অন্য লোক – লোকান্তর
অপকার করবার ইচ্ছা অপচিকীর্ষা
অপেক্ষাকৃত অল্প – ন্যূন
অপে(পানিতে) জন্মে যা অপজ
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক
অবয়ব নেই যার নিরবয়ব
অবলীলার সঙ্গে সাবলীল
অবশ্যই যাহা হইবে অবশম্ভাবী
অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ
অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা অভ্রংলেহী
অরিকে জয় করেছে যে – অরিজিৎ
অরিকে দমন করে যে – অরিন্দম
অর্থহীন উক্তি – প্রলাপ
অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে – অর্থকরী
অর্থ নাই যাহার নিরর্থক
অর্ধেক রাজী – নিমরাজী
অলংকারের শব্দ শিঞ্জন
অল্পকাল স্থায়িত্ব যার – ক্ষণভঙ্গুর
অল্পক্ষণের জন্য – ক্ষণিক
অল্প কথা বলে যে – মিতভাষী
অল্প পরিশ্রমে শ্রান্ত নারী ফুলটুসি
অশ্বের চালক সাদী
অশ্বের ডাক – হ্রেষা
অশ্বে আরোহণ করে যে সৈনিক অশ্বরোহী
অশ্ব রাখার স্থান – আস্তাবল
অশ্রুর দ্বারা সিক্ত অশ্রুসিক্ত
অসম সাহস যাহার অসমসাহসিক
অসির শব্দ – ঝঞ্জনা
অসূয়া(হিংসা) নেই যার (স্ত্রী) অনুসূয়া
অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার
অহংকার করে যে অহংকারী
অহংকার নেই যার নিরহংকার
অহং বা আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা অহমিকা
অহনের(অহ=দিন) পূর্বাংশ পূর্বাহ্ন
অহনের মধ্য অংশ মধ্যাহ্ন


আকস্মিক দুর্দৈব – উপদ্রব
আকালের বছর দুর্বছর
আকাশের ন্যায় রং আকাশী
আকাশে উরে বেড়ায়/চরে যে আকাশচারি, খেচর
আকাশে গমন করে যা – বিহগ/ বিহঙ্গ
আকাশে (খতে) ওড়ে যে বাজি
আকাশে (খতে) চরে যে খেচর
আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী
আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী
আগমনের কোনো তিথি নেই যার – অতিথি
আগুনের ফুলকি – স্ফুলিঙ্গ
আগে কখনো দেখা যায় নাই যাহা – অদৃষ্টপূর্ব
আগে কখনো শোনা যায় নাই যাহা – অশ্রুতপূর্ব
আঙুর ফল – দ্রাক্ষা
আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ
আজন্ম শত্রু জাতশত্রু
আজীবন সধবা যে নারী – চিরায়ুষ্মতী
আটমাস মাতৃগর্ভে থাকিয়া ভুমিষ্ট হয় যে আটমেশে, আটাশে
আট প্রহরেই যাহা পরা যায় আটপৌরে
আঠাযুক্ত আছে যাহাতে আঠালো
আতপে(বাতাসে) শুষ্ক যাহা আতপশুষ্ক
আত্মাকে অধিকার করে অধ্যাত্ম
আত্মার সম্মন্ধীয় বিষয় আধ্যাত্মিক, আত্মিক
আত্মার সহিত সম্পর্ক যাহার আত্মীয়
আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে আত্মসর্বস্ব
আদব কায়দা জানে না যে বেয়াদব
আদরিণী কন্যা দুলালী
আদরের সহিত সাদরে
আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত
আদি নেই যার অনাদি
আদৌ অভিজ্ঞতা নাই যাহার অনভিজ্ঞ
আনন্দজনক ধ্বনি নন্দিঘোষ
আনন্দের যোগ্য – নন্দ্য
আনন্দের সঙ্গে বর্তমান সানন্দ
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থম্মন্য
আপনাকে কেন্দ্র করে চিন্তা যার আত্মকেন্দ্রীক
আপনাকে পন্ডিত মনে করেন যিনি – পণ্ডিতম্মন্য
আপনাকে ভুলে থাকে যে আত্মভোলা
আপনাকে যে হত্যা করে আত্মঘাতী
আপনাকে সর্বস্ব ভাবে যে আত্মসর্বস্ব
আপনার বর্ণ লুকায় যে বর্ণচোরা



You can download this as PDF for further use. We already provide the download link below, so please check the download button. We have a huge collection (35000+) of books, sheet and other materials.
Dear respective visitor, you have a great opportunity here to serve people. You can also upload your file on our website, to upload your file you will need to use top/bottom 'File Upload Button'.
We are offering to receive file in your email. Put your email in the comment section for further update document.
Oh! You have a bonus. Are you facing trouble during reading pdf file in computer or mobile? We are offering 'foxit reader lite' (only 7 MB) for desktop to read PDF file as well as for mobile namely WPS Office.
We are inviting you to join our facebook group for latest update. You may also like our facebook page.
You can watch all educational video in our Youtube channel.
If you face any trouble during downloading this file please mention in the comment section. We are ready to help you every time. If you like this website tells with your friends and family. Thank you.

You may also like:

বাংলা বানান ই-কার এবং ঈ-কার

বাংলা বানান ক্ক/ক্ব

বাংলা বানান ‘কি’ এবং ‘কী’

বাংলা বানান ত/ৎ, তা, তো, ত্ত, ত্ব, ত্ত্ব ৎ/ত

বাংলা বানান ‘স্ত’ ও ‘স্থ’ দীন, দরিদ্র, দৈন্য, দারিদ্র্য


Post a Comment

0Comments
Post a Comment (0)