জেএসসি সাজেশান : পড়ে পাওয়া অধ্যায় থেকে
জ্ঞানমূলক:
v বাদলদের গুপ্ত মিটিং কোথায় হলো?
v বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল?
v ‘পড়ে পাওয়া' কী ধরনের রচনা?
v ‘পত্রপাঠ বিদায় কথাটির অর্থ কী?
v পড়ে পাওয়া' গল্পের লেখক কে?
v বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
v ‘পড়ে পাওয়া' গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
v বিধু, সিধু, নিধু, তিনু আর বাদল- এদের মধ্যে বয়সে বড় কে?
v কাদের মাঠের বাগানে চাপাতলীর আমগাছ আছে?
v টিনের বাক্সের সাথে কে হোঁচট খেল?
v কোথায় ভূত আছে বলে সবাই জানে?
অনুধাবনমূলক
v “ও বড় হলে উকিল হবে, সবাই বলত।” উক্তিটি বুঝিয়ে লেখ।
v অধর্শ করা হবেনা’- কথাটি কেন বলা হয়েছে?
v “ওর মতো কৃর্ত লোকে আসবে”- কথাটি বুঝিয়ে লেখ।
v ‘এখন জলে নামব না'- কথাটির প্রাসঙ্গিকতা বর্ণনা কর।
v দুইজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম’- ব্যাখ্যা কর।
v “ঠাকুরমশাই, আপনারা মানুষ না দেবতা?” কাবালি এ কথা কেন বলেছেন?
v ঐ তিনখানা কাগজ লিখে নদীর ধারের গাছে লাগানো হলো কেন?
v “এরপর আর আমাদের সন্দেহ রইল না।”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
v সততা বলতে কী বোঝায়?