Basic information
Page amount: 27
File size: 7
File format: Pdf
Summary: চর্যাপদ কী?
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য/গানের সংকলন তথা সাহিত্য নিদর্শন।১৯০৭ খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। চর্যার প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
চর্যাপদের নামঃ চর্যাপদের নাম অনেকগুলো যেমন ‘চর্যাচর্যবিনিশ্চয়’, ‘চর্যাশ্চর্যবিনিশ্চয়’, ‘চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ‘চর্যাপদ’, ‘হাজার বছরে পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’।
চর্যাপদ আবিষ্কার
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কী? এটি কে, কখন, কোথায় আবিষ্কার করেন? [৩৪, ৩০, ২৭তম বিসিএস লিখিত]
বিস্তারিত দেখুন : পিডিএফ ফাইলে।
চর্যাপদের রচনাকাল
চর্যার পদগুলি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর(৯৫০-১২০০) মধ্যবর্তী সময়ে রচিত। হরপ্রসাদ শাস্ত্রীর মতে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০ – ১০৫৩ খ্রিস্টাব্দ) তিব্বত যাত্রার পূর্বে (১০৩০ খ্রিস্টাব্দ) লুইপাদের অভিসময়বিহঙ্গ রচনায় সাহায্য করেছিলেন। চর্যার পদগুলি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বলেই অনুমিত হয়। তবে তার পরেও দু-তিনশো বছর ধরে গোপনে চর্যাগীতি রচিত হয়েছিল।
চর্যাপদের ভাষা
চর্যাপদের ভাষায় ৫টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয় – বাংলা, হিন্দি, মৈথিলী, অসমীয়া ও উড়িয়া।
সন্ধ্যাভাষা
চর্যাপদের ভাষা অস্পষ্ট ও দুর্বোধ্য। বজ্রযানী গ্রন্থগুলিতে ‘সন্ধ্যাভাষা’ শব্দটি বহুল-ব্যবহৃত।
চর্যাপদের ছন্দ ও অলংকার
পদগুলি প্রধানত পয়ার ও ত্রিপদী
মাত্রাছন্দেরপ্রভাবও দেখা যায়।
চর্যাপদের ভাষা, ধ্বনি ও রূপতত্ত্ব
ভাষাতত্ত্ব : প্রাকৃত বাংলা
ধ্বনিতত্ত্ব: পিডিএফ ফাইলে দেখুন
রূপতত্ত্ব: পিডিএফ ফাইলে দেখুন
চর্যাপদের ধর্মতত্ত্ব
সিদ্ধাচার্যগণ অসামান্য কবিত্বশক্তির অধিকারী হলেও তাঁরা মূলত ছিলেন
ডোম্বীপার ১৪নং পদ:
‘বাহতু ডোম্বী বাহ লো ডোম্বী বাটত ভইল উছারা।
সদ্গুরু পাঅ পসাএ জাইব পুণু জিনউরা’
অর্থ: ডোমনি নদী পারাপার করছে, আর তারই মাধ্যমে সহজ সাধনার তীর্থধামে পৌঁছানোর আভাস সূচিত হচ্ছে।
চর্যাসংগীত
পটমঞ্জরী, কামোদ, বরাড়ী, গুঞ্জরী, গৌড়, দেশাখ, রামকেলি, আশাবরী, মালসী, অরু , দেবগিরি, ধানশী, বঙ্গাল, মল্লারী, ভৈরবী। (১৫টি)
চর্যাপদে নারী
কুক্কুরীপা কে মহিলা কবি মনে করা হয়। তিনি ইন্দ্রভূতির অন্যতম গুরু।
চর্যাপদ ও বাঙালি জীবন
চর্যাপদে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ : যেমন- ডোম, কামলি, শবর, চণ্ডাল, শুঁড়ি, ব্যাধ, মাঝি, তাঁতি, ধুনুরি, কাঠুরে, জেলে, পতিতা ইত্যাদি।
চর্যাপদের কবিগণ
বাঙালি কবিঃ বিরুআপা, কুক্কুরিপা, লুইপা, ডোম্বীপা, শবরপা, ধামপা, জঅনন্দপা, মৎসেন্দ্রনাথ।
কাহ্নপা
কাহ্নপাদ বা কাহ্ন পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য্য চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন। পদের সংখ্যা ১৩ টি।
শবর পা
শবরপা প্রাচীনতম/আদি চর্যাকার। শবর পা রচিত ২৮নং চর্যার প্রথম দুটি পংক্তি-
উঁচু পর্বতে বাস করে এক শবরী বালা,
ময়ূরপুচ্ছ পরনে, গলায় গুঞ্জামালা।
ভুসুকু পা
তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
লুই পা
লুইপাদকেই আদি সিদ্ধাচার্য মনে করা হয়। ১ ও ২৯ নং পদদুটি তাঁর।
চাটিল্লপা
তাঁর চর্যায় সাঁকো তৈরির কথা আছে।
ঢেণ্ডণপা
ঢেণ্ডণ শব্দের অর্থ হচ্ছে ঢেঁড়ি অর্থাৎ ডুগডুগি বাজিয়ে ভিক্ষা মাগে যে।
কুক্কুরীপা
চর্যার ২ নং পদের পদকর্তা কুক্করিপা। তিব্বতীয় ঐতিহ্য অনুযায়ী তিনি একটি নেড়ি কুকুর পুষতেন।
মৎস্যেন্দ্রনাথ ও বিরুআপা
মৎস্যেন্দ্রনাথ/ মীননাথ
প্রথম বাঙালি কবি
বিরুআপা
বিরুআপা নামটি মূল সংস্কৃত হচ্ছে ‘বিরুপাক’। তিনি সোমপুর বিহারে বাস করতেন।
ধর্ম পা ও তাড়কপা
ধর্ম পা
ধাম বা ধর্ম পা কাহ্ন পার শিষ্য ছিলেন।
তাড়কপা
তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আসল নাম হল ‘নাড়কপা’। তবে ড.মুহম্মদ শহিদুল্লাহ্ এটিকে ভুল প্রমাণিত করেন।
সরহপা ও জয়নন্দী
সরহপা রচিত ৩৮ নং পদে খেয়া নৌকায় যাওয়ার বর্ণনা রয়েছে।
জয়নন্দী বাংলাদেশের এক রাজার মন্ত্রী ছিলেন। তিনি বর্ণে ব্রাহ্মণ।
চর্যাপদে গানের সংখ্যা
চর্যাপদের মোট গানের সংখ্যা সুকুমার সেনের মতে ৫১ টি। অন্যদিকে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, চর্যায় গানের সংখ্যা ৫০ টি। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত পুঁথিটিতে পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে ৪৬টি। চর্যাপদগুলোরে সাথে মোট ১৫টি রাগের নাম পাওয়া যায়। পটমঞ্জরী, কামোদ , বরাড়ী , গুঞ্জরী , গৌড় , দেশাখ , রামকেলি , আশাবরী , মালসী , অরু , দেবগিরি , ধানশী , বঙ্গাল , মল্লারী, ভৈরবী।
শব্দকোষ-চর্যাপদ
রাহুল সাংকৃত্যায়ন
রাহুল সাংকৃত্যায়ন তথা কেদারনাথ পাণ্ডে (৯ এপ্রিল, ১৮৯৩ – ১৪ এপ্রিল, ১৯৬৩), ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক ভোলগা থেকে গঙ্গা তাঁর অন্যতম বিখ্যাত গ্রন্থ।
লামা তারানাথ
ষোড়শ শতকের ঐতিহাসিক। ‘কাবাভদুন দন’ নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন।
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক
বিখ্যাত গ্রন্থ ‘বোধিপথপ্রদীপ’।
বজ্রযান
বৌদ্ধধর্মের একটি মতবাদ।
সহজযান
সহজযান বৌদ্ধধর্মীয় একটি মতবাদ।‘বজ্র’ মানে শূন্য বা নিরাসক্তি
সিদ্ধাচার্য
বজ্রযানী ও সহজযানী গুরুদেরকে বলা হয় সিদ্ধাচার্য। চুরাশিজন সিদ্ধাচার্য ছিলেন।
Albert Gruenwedel
একজন জার্মান, এজাধারে প্রত্নতাত্ত্বিক, ভারতবিদ্যা ও তিব্বতবিদ্যা বিশারদ, এবং মধ্য এশিয়া বিষয়ক গবেষক। দুটি বিখ্যাত গ্রন্থ Buddhist art in India (1893) and Mythology of Buddhism in Tibet and Mongolia (1900)
নীহাররঞ্জন রায়
জন্ম : ১৪ই জানুয়ারি, ১৯০৩ – মৃত্যু : ৩০শে আগস্ট, ১৯৮১
বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব বিখ্যাত গ্রন্থ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৯২৬ সালে প্রকাশিত হয় The Origin and Development of the Bengali Language
হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাপদের আবিষ্কারকের বৃতান্ত লিখুন এবং চর্যাপদের ভাষা প্রসঙ্গে আবিষ্কারকের অভিমত দিন [২৮তম বিসিএস লিখিত]
তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
কর্মজীবন
১৯২১ থেকে ১৯২৪ পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও ছিলেন।
১৯১৬ সালে চর্যাপদের পুঁথি নিয়ে রচিত তাঁর গবেষণাপত্র হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোঁহানামে প্রকাশিত হয়।
বিখ্যাত বই
বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, বেণের মেয়ে (উপন্যাস), কাঞ্চনমালা (উপন্যাস), সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব ও বৌদ্ধধর্ম।
Pdf file is available here. We already provide the download link below, so please check the download button. We have a huge collection (35000+) of books, sheet and other materials.
Dear respective visitor, you have a great opportunity here to serve people. You can also upload your file on our website, to upload your file you will need to use top/bottom 'File Upload Button'.
We are offering to receive file in your email. Put your email in the comment section for further update document.
Oh! You have a bonus. Are you facing trouble during reading pdf file in computer or mobile? We are offering 'foxit reader lite' (only 7 MB) for desktop to read PDF file as well as for mobile namely WPS Office.
We are inviting you to join our facebook group for latest update. You may also like our facebook page.
If you face any trouble during downloading this file please mention in the comment section. We are ready to help you every time. If you like this website tells with your friends and family. Thank you.
You may also like: প্রবাদ-প্রবচন