Sonali & Janata Bank Officer (IT) 04.01.2019
সালঃ ২০১৯ (বাংলা প্রশ্নসমাধান)
১. 'পঞ্চভূত' কার লেখা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জহির রায়হান
- কোনোটিই নয়
২. কোনটি তৎসম শব্দ ?
- হস্ত
- চেয়ার
- আনারস
- টেবিল
৩. কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ ?
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট
- প্রাতঃ + কাল = প্রাতঃকাল
- মনঃ + কামনা = মনঃকামনা
৪. 'সৌম্য' -এর বিপরীত শব্দ কি?
- অসুন্দর
- কুৎসিত
- কাপুরুষ
- কোনোটিই নয়
৫. 'শাকসবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
- তৎসম + ফারসি
- তদ্ভব + ফারসি
- পর্তুগিজ + আরবি
- কোনোটিই নয়
৬. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ?
- আদায় - কাঁচকলায়
- দা - কুমড়া
- রুই -কাতলা
- অহি -নকুল
৭. 'ছন্দে নিপুণ যিনি' এককথায় কি হবে?
- কবি
- ছান্দসিক
- ছন্দবেত্তা
- ছন্দদাতা
৮. চর্যাপদের আদি কবি কে ?
- কাহ্নপা
- শবরুপা
- টেণ্ডনপা
- লুইপা
৯. 'কল্কে পাওয়া' -এর সাঠিক অর্থ কোনটি?
- পাত্তা পাওয়া
- প্রভাবিত হওয়া
- শান্তি পাওয়া
- সাধু সাজা
১০. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
- নরপশু
- মনমাঝি
- গ্রামন্তর
- উপনদী