এ যুগের অন্য নাম The Anglo Saxon Period; (Saxon জার্মানির একটি উপজাতি)
অর্থাৎ 450-1066 সাল পর্যন্ত জার্মানির Saxon, Angles এবং Jutes সহ বিভিন্ন দুর্ধর্ষ জাতিগােষ্ঠীর লােকেরা England কে দখলে রেখেছিল।
কোথা থেকে এলাে ইংরেজ
ইংরেজ হল একটি জাতির নাম যারা ইংল্যান্ডে বাস করে। প্রাক-মধ্যযুগে ইংরেজ জাতির উত্তরণ হয়। পুরাতন ইংরেজিতে তাদেরকে Angelcyun হিসাবে বলা হয়েছে যার অর্থ ‘এ্যাঙ্গেলদের পরিবার'। শব্দটি এসেছে একটি প্রাচীন জার্মান এ্যাঙ্গেল জাতির নাম থেকে যারা ৫ম শতকে জার্মানি। থেকে ইংল্যান্ডে অভিবাসন নিয়েছিল। ইংল্যান্ড যুক্তরাজ্যের একটি দেশ। ঐতিহাসিকভাবে, ইংরেজরা বেশ কয়েকটি জাতির উত্তরসূরী। যাদের মধ্যে উল্লেখযােগ্য ছিল, এ্যাঙ্গেল, স্যাক্সন, জুট এবং ফ্রিসিয়ান। সম্মিলিতভাবে তাদেরকে এ্যাংলাে-স্যাক্সন বলা হয়। প্রথমে এই এ্যাংলাে-স্যাক্সন জাতি ও পরে নরম্যান, ডেন ও অন্যান্যরা মিলে ইংল্যান্ড (প্রাচীন ইংরেজিতে ইংল্যান্ড) প্রতিষ্ঠা করে। ইউনিয়ন এ্যাক্ট ১৭০৭ অনুসারে, ব্রিটিশ রাজত্ব গ্রেট ব্রিটেন কর্তৃক অধিকৃত হয়। কালক্রমে ইংরেজ সংস্কৃতি গেট ব্রিটেনের সাংস্কৃতির সাথে একিভূত হয়ে যায়। ইংরেজরা পৃথিবীতে ইংরেজি ভাষা, ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি, সাধারণ আইন, বিভন্ন জনপ্রিয় খেলা ক্রিকেট, ফুটবল, রাগবি লীগ ইত্যাদি প্রচলন করে । (Actually English is a West-Germanic Language.)
Share this post to get Download button. ডাউনলোড বাটন পেতে এই পোস্টটি শেয়ার করুন